২ এপ্রিল অজয় দেবগনের জন্মদিন। এদিন তিনি ৫৫ বছরে পা দিলেন। তবে জন্মদিন উপলক্ষ্যে একটি বিশেষ পোস্ট করেছেন এদিন কাজল। সেখানেই তিনি অভিনেতার নানা গোপন কথা ফাঁস করে দিয়েছেন। বরকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন তনুজা কন্যা?
আরও পড়ুন: স্ত্রী বিখ্যাত অভিনেত্রী, বাবা স্টান্ট মাস্টার, জন্মদিনে বলিউডের 'হিট মেশিন'কে চিনতে পারলেন?
অজয়ের জন্মদিনে কাজল
অজয় দেবগনের এবারের জন্মদিনে শহরে নেই কাজল। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছেন। এখানেই বোলপুরে তিনি তাঁর আগামী ছবি মা এর শ্যুটিং করছেন। বরের কাছে নেই তো কী হয়েছে, সকাল সকাল উঠেই শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দেন অজয়কে।
আরও পড়ুন: 'শঙ্করা' অক্ষয়ের সঙ্গী অনন্যা - মাধবন, করণের ছবিতে ফাঁস হবে জালিয়ানওয়ালা বাগের কোন সত্য?
এদিন সোশ্যাল মিডিয়ায় অজয় দেবগনের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'আমি জানি তুমি তোমার জন্মদিন উপলক্ষ্যে দারুণ এক্সাইটেড। তাই আনন্দে সারা বাড়ি বাচ্চাদের মতো লাফিয়ে বেড়াচ্ছ। নিজেই হাততালি দিচ্ছ এবং কেকের কথা ভেবে গোল গোল ঘুরছ। তাই আমি চাই আমার আজকের দিনটা তোমায় শুভেচ্ছা জানিয়েই শুরু হোক। শুভ জন্মদিন অজয়।' এরপর তিনি আরও জানান, 'কারও কাছে যদি ওর এরম কোনও ভিডিয়ো থেকে থাকে তাহলে আমায় দয়া করে পাঠিয়ে দেবেন।'
কে কী লিখেছেন?
কাজলের এই পোস্টে অনেকেই অজয় দেবগনকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'সত্যিই! উনি এরম করেন?' আরেকজন লেখেন, 'টাবুর কাছে নিশ্চয় আছে। ওকে জিজ্ঞেস করুন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আপনি এরম শিশুসুলভই থাকুন। জন্মদিনের শুভেচ্ছা নেবেন।'
অজয় দেবগনের নতুন প্রজেক্ট
অজয় দেবগনকে শেষবার শয়তান ছবিতে দেখা গিয়েছে। বক্স অফিসে হিট করেছে সেই ছবিটি। গত বছর মুক্তি পাওয়া দৃশ্যম ২ ছবিটিও ব্লকবাস্টার হিট হয়েছিল। এবার ইদের সময় মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ময়দান। এছাড়া আগামীতে সিংঘম এগেনে তাঁকে দেখা যাবে।