বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan's Niece: রয়েছে রক্তের সম্পর্ক! ঘরের মেয়েকে বলিউডে লঞ্চ করছেন সলমন, চেনেন এই কন্যেকে?

Salman Khan's Niece: রয়েছে রক্তের সম্পর্ক! ঘরের মেয়েকে বলিউডে লঞ্চ করছেন সলমন, চেনেন এই কন্যেকে?

ভাগ্নীকে লঞ্চ করছেন সলমন 

Salman Khan's Niece: নেপোটিজমের অভিযোগকে বুড়ো আঙুল। সলমন খান বলিউডে লঞ্চ করছেন ভাগ্নি আলিজেহ-কে। ২০২৩ যেন স্টার কিডদেরই বছর! সুহানা-খুশিদের ভিড়ে জায়গা করে নিতে পারবেন অতুল-অলভিরা কন্যা? 

বলিউডের বহু নায়িকার কেরিয়ার গড়েছেন তিনি। তাঁর হতে ইন্ডাস্ট্রিতে কেউ আত্মপ্রকাশ করেছেন, আবার সলমনের সান্নিধ্যে এসে কারুর কেরিয়ারের মোড় ঘুরে গিয়েছে। ভাইজানের ছত্রছায়া কে না চায়! এবার সলমন খানের পরিবারের তিন নম্বর প্রজন্ম পা রাখছে বলিউডে। ভগ্নিপতি আয়ুশের পর এবার ভাগ্নি আলিজেহকে বলিউডে লঞ্চ করছেন ভাইজন।

সলমন খানের বোন আলভিরা খান অগ্নিহোত্রী ও অতুল অগ্নিহোত্রীর কন্যা আলিজেহ। এবার অভিনয়ে হাতেখড়ি হচ্ছে তাঁর। সলমন খান ফিল্মস ব্যানারে তৈরি ‘Farrey’ ছবির সঙ্গে বি-টাউনে পা দিচ্ছেন আলিজেহ। এদিন সোশ্যাল মিডিয়ায় ভাগ্নির ছবির টিজার শেয়ার করে নিলেন ‘মামুজান’ সলমন খান।

সলমন খানের নয়নের মণি আলিজেহ। গত বছরের শেষেই কানাঘুষো শোনা গিয়েছিল এই স্টারকিডের বলিউডে ডেবিউ নিয়ে। অবশেষে জল্পনা মিলিয়ে বহুল সমালোচিত পরিচালক সৌমেন্দ্র পাধীর নতুন ছবির সঙ্গেই টিনসেল টাউনে নতুন যাত্রা শুরু করছেন তিনি। বেশিরভাগ তারকা-কন্যার মতো কমার্শিয়াল ছবি নয়, একদম অন্যরকম ছবি বেছেছেন আলিজেহ। 'জামতারা' সিজন ১ এবং ১-এর জন্য পরিচিত সৌমেন্দ্র। 'বুধিয়া সিং' ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

সলমন এদিন ছবির টিজার শেয়ার করে লেখেন, ‘আমি তো এই এফ ওয়ার্ডের কথা বলছিলাম, আপনারা কি ভেবেছিলেন? Farrey (ফররে)-র টিজার এখন প্রকাশ্যে। ’ 

সিডনির এক স্কুলের প্রেক্ষাপটে সাজানো এই থ্রিলার। টিজার দেখে স্পষ্ট এডুকেশন সিস্টেমের উপর তৈরি হয়েছে এই ছবি। পড়াশোনার চাপ কিশোর-কিশোরীদের বিপথে ঠেলে দিচ্ছে, পরীক্ষায় সফল হতে টুকলির আশ্রয় নিচ্ছে তারা। কিন্তু এর ফল কী হবে? নাকি এই ভুলের বড় মাশুল দিতে হবে তাঁদের?

আলিজেহ-র বাবা অতুল অগ্নিহোত্রীও একটা সময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন বলিউডে। এখন তিনি নামজাদা প্রযোজক। নব্বইয়ের দশকে নানা পাটেকরের সঙ্গে 'ক্রান্তিবীর' ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি 'রাধে', 'ভারত', 'বডিগার্ড' ইত্যাদি ছবির প্রযোজনা করেছেন অতুল। এই ছবিরও সহপ্রযোজকের আসনে রয়েছেন অতুল ও অলভিরা। ২৩ বছরের আলিজেহ রীতিমতো সোশ্যাল মিডিয়া সেনসেশন। ইনস্টায় তাঁর ফলোয়ার সংখ্যা দেড় লক্ষাধিক।

দিন কয়েক আগেই মামুজানের হাত ধরে আম্বানিদের গণেশ চতুর্থীর উৎসবে হাজির হয়েছিলেন আলিজেহ। চোখ টেনেছিল তাঁর সৌন্দর্য। আগামি ২৪শে নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে সলমনের ভাগ্নির ডেবিউ ছবি। সুহানা, খুশিদের ভিড়ে দাগ কাটতে পারবেন আলিজেহ? উত্তর মিলবে বছর শেষে। 

 

বায়োস্কোপ খবর

Latest News

রেলপথে পুনরায় চালু হল ভারত-বাংলাদেশ বাণিজ্য রয়েছে অত্যাধিক চাপ, ইস্তফা দিতে চাইছেন রায়গঞ্জ মেডিক্যালের সুপার ১৮ বছর পর কন্যায় শুক্র, সূর্য, কেতুর যুতি! দুর্গাপুজোর আগে লাকি কারা? ইলন মাস্কের সঙ্গে এবার এক সারিতে ভারতের আদানি, বিশ্বের প্রথম দুজন ট্রিলিওনার ফাস্ট ট্র্যাক কোর্টে সব মিলিয়ে জমে আছে দুই লক্ষেরও বেশি মামলা-রিপোর্ট United Arab Emirates Women বনাম Namibia Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? দলীপ ট্রফির দ্বিতীয় ম্যাচে অভিমন্যু ঈশ্বরনের দলে রিঙ্কু সিং, রিপোর্ট ‘‌সীমান্ত সিল করা হোক যাতে ওড়িশার মুরগি বাংলায় না ঢোকে’‌, কড়া নির্দেশ মমতার ‘বললেন কী করে? ছিঃ’, মমতার ‘উৎসবে ফিরে আসুন’ বার্তায় ক্ষুব্ধ মানসী-অনিন্দিতারা 'হাসপাতালটা বাপের নাকি করছ অবহেলা…' জুনিয়র চিকিৎসকদের কটাক্ষ করে প্যারোডি TMC-র

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.