বাংলা নিউজ > বায়োস্কোপ > Sa Re Ga Ma Pa 2021 :আশা-সুখবিন্দর-সোনুকে একাই টেক্কা দিল বাংলার ছেলে,স্নিগ্ধজিতের গানে মুগ্ধ উর্মিলা

Sa Re Ga Ma Pa 2021 :আশা-সুখবিন্দর-সোনুকে একাই টেক্কা দিল বাংলার ছেলে,স্নিগ্ধজিতের গানে মুগ্ধ উর্মিলা

ফের চমকে দিল স্নিগ্ধজিৎ

স্নিগ্ধজিতের গান শুনে হতবাক উর্মিলা। ভরিয়ে দিলেন প্রশংসায়।

গ্র্যান্ড ফিনালে থেকে আর মাত্র কয়েক পা দূরে জি টিভির জনপ্রিয় রিয়ালিটি শো ‘সারেগামাপা’। এই সিজনে ট্রফির দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলার ছেলে স্নিগ্ধজিৎ ভৌমিক। শুরু থেকেই নিজের ভার্সেটাইল গায়েকি দিয়ে বিচারক ও দর্শকদের মন জিতে নিয়েছেন স্নিগ্ধজিৎ, এমনকি অনুষ্ঠানে হাজির বিশেষ অতিথিরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বুনিয়াদপুরের এই ছেলেকে।

গত সপ্তাহে সারেগামাপা-র মঞ্চে হাজির ছিলেন নব্বইয়ের দশকে সাড়া জাগানো অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকর। আর নায়িকার সামনে ‘কমবখত ইশক’ গান গেয়ে প্রশংসার জোয়ারে ভাসলেন স্নিগ্ধজিৎ। ‘প্যায়ার তুনে ক্যায়া কিয়া’ ছবির এই সুপারহিট গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে, সুখবিন্দর সিং এবং সোনু নিগম। তবে এদিন মঞ্চে একাই এই গানটি পারফর্ম করলেন স্নিগ্ধজিৎ। তিনি যে একাই একশো তা বুঝিয়ে দিলেন সকলকে! 

পারফরম্যান্স শেষে মুগ্ধ উর্মিলা বলেন, ‘আমি তো এই মঞ্চে আসবার আগেই আপনার নামটা শুনেছি। আর এখন বুঝেও গেলাম কেন আপনাকে মিস্টার ভার্সেটাইল খেতাব দেওয়া হয়েছে’। অভিনেত্রী আরও যোগ করেন, ‘এই গানটা সুখবিন্দর সিং, সোনু নিগম এবং কিংবদন্তি আশা ভোঁসলেজি গেয়েছেন। এই তিনজন জবরদস্ত গায়কদের টেক্কা! দুর্দান্ত, শুনেই বোঝা যাচ্ছে আপনি কতটা মেহনত করেছেন’। 

উর্মিলার এই প্রশংসা বড় প্রাপ্তি স্নিগ্ধজিতের, তা জানাতে ভোলেননি গায়ক। যদিও স্নিগ্ধজিতের এদিনের পারফরম্যান্স জুরিদের মন সেভাবে ভেজাতে পারেনি। তাই মাত্র ৯৫% নম্বর নিয়েই খুশি থাকতে হল স্নিগ্ধজিতকে। যদিও ফ্যানেরা তাঁকে মন খারাপ না করবার অনুরোধ জানিয়েছে। উর্মিলার পাশাপাশি স্নিগ্ধজিতের গলায় ‘কমবখত ইশক’ শুনে ঘায়েল তাঁরাও।

 

বন্ধ করুন