উদ্ভট পোশাকের কারণে বেশিরভাগ সময় চর্চায় থাকেন সোশ্যাল মিডিয়া তারকা উরফি জাভেদ। এতদিন শুধু সোশাল মিডিয়ায় নিজের রূপের আগুন জ্বালাচ্ছিলেন তিনি। পোশাকের কারণে একাধিক সময় বিতর্ক বা চর্চায় থেকেছেন উরফি। যদিও অনেকেই তাঁর পোশাকের প্রশংসা করেছেন। শোনা যাচ্ছে, এ বার উরফি পা রাখতে চলেছেন বলিউডে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্র বলিউডে পা রাখতে চলেছেন উরফি। দীর্ঘ দিন ধরেই হিন্দি ছবিতে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছিলেন এই সোশ্যাল মিডিয়া তারকা। অবশেষে সেই সুযোগ নাকি এসেছে তাঁর হাতে। আগামী মাসে মুক্তি পাচ্ছে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি ‘লাভ সেক্স অউর ধোকা ২’। সেই ছবির হাত ধরেই নাকি বলিউডে পা রাখবেন উরফি। শোনা যাচ্ছে, ছবিতেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উরফি। আরও পড়ুন: মাকে হারালেন শাশ্বত চট্টোপাধ্যায়, বৃহস্পতিবার শেষকৃত্য অঞ্জলিদেবীর
আরও পড়ুন: শেষ হল দ্বিতীয় শ্যুটিং শিডিউল, ‘খাদান’-এর নতুন পোস্টার প্রকাশ্যে এনে কী বললেন দেব
চলতি বছর প্রেম দিবসে ঘোষণা করা হয়েছিল বড় পর্দায় আসছে ‘লাভ সেক্স অউর ধোকা’র সিক্যুয়েল। ১১ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘লাভ সেক্স অউর ধোকা ২’। ২০১০ সালে মুক্তি পেয়েছিল দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি 'লভ সেক্স অউর ধোকা'। ছবির গল্প লিখেছিলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কানু বহেল। তিনটি সম্পূর্ণ আলাদা কিন্তু, একে অপরের সঙ্গে জড়িয়ে থাকার গল্প নিয়ে তৈরি হয়েছিল ‘লাভ সেক্স অউর ধোকা’। এবার সিক্যুয়েল নিয়ে ফিরছেন বাঙালি পরিচালক।
আরও পড়ুন: কখনও মা-মেয়ে আবার কখনও দুই জা! কোন কোন সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন লকেট-রচনা
আরও পড়ুন: নিজের একটা ‘খুঁত’ দেখিয়ে ছবি পোস্ট করলেন শ্রুতি, জানালেন কী করে তিনি এত ‘স্ট্রং’
আগেই জানা গিয়েছে, ‘লাভ সেক্স অউর ধোকা ২’ ছবিতে একটি ক্যামিও রোলে দেখা যাবে মৌনি রায়কে। ২০২৩- এ শুরু হয়েছিল লাভ সেক্স অউর ধোকা ২-র শ্যুটিং। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় এই ছবির সিক্যুয়েল নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনার পারদ একেবারে তুঙ্গে।
এলএসডি ২ মূলত সম্পর্কের বিভিন্ন জটিল পর্যায় নিয়ে তৈরি একটি ছবি। সেই সঙ্গে আধুনিক সম্পর্কের বিভিন্ন স্তরে আলোকপাত করবে। এই যুগের সম্পর্কে ইন্টারনেটের একটা বিশেষ ভূমিকা রয়েছে। প্রেম, ভালবাসা, বিশ্বাসঘাতকতা, এবং তার পরিপ্রেক্ষিতে টেকনোলজি পরিচালিত সমাজে যে ফলাফল ভোগ করতে হয় সবকিছুই থাকবে দিবাকরের নতুন ছবিতে। এ বার উরফি সেখানে কোন চমক হাজির হবেন, সেটাই দেখার। ১৯ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে ‘লাভ সেক্স অউর ধোকা ২’।