নিজেকে ‘মর্ডান ডে ভবঘুরে’ বলেন সোহম মজুমদার। টলিউড আর বলিউড—দুই ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করছেন সোহম মজুমদার (Sohom Majumder)। কবীর সিং-এর বন্ধু হিসাবে বলিউডে পরিচিতি তাঁর, টলিউড অবশ্য তাঁকে বেশি চেনে শোলাঙ্কি রায়ের চর্চিত প্রেমিক হিসবে। তবে সোহম মজুমদার ইতিমধ্যেই অভিনয় করেছেন,‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি , ‘দৃষ্টিকোণ’ বা ‘তারকার মৃত্যু’র মতো ছবিতে। সোহম অভিনীত শেষ বাংলা ছবি ‘দিলখুশ’। আরও পড়ুন-‘মা হতে চাই’! ডিভোর্সের খবরে সিলমোহর, জোড়া সন্তান মানুষ করতে ইচ্ছুক শোলাঙ্কি
লম্বা সময় বাংলা ছবির পর্দায় দেখা যায়নি তাঁকে। তবে এই শুক্রবার মুক্তি পাবে ‘দুকান’। সারোগেসির মতো সংবেদনশীল বিষয় নিয়ে তৈরি হয়েছে এই হিন্দি ছবি, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহম। বাংলা ছবিতে যথাযথ সুযোগ মেলেনি, আক্ষেপ সোহমের। শহরে দুকানের প্রচারে এসে এমনটাই জানিয়েছেন অভিনেতা।
কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন শোলাঙ্কি, জানিয়েছিলেন দত্তক নিয়ে চান তিনি। এবার দুকানের প্রচারের ফাঁকে সোহম জানালেন সুযোগ থাকলে সারোগেট সন্তানের বাবা হতে বাঁধা নেই তাঁর। কর্মাশিয়্যাল সারোগেসি এখন ভারতে নিষিদ্ধ। সারোগেসির মাধ্যমে নিজে সন্তান ধারণ করতে চান কিনা, সেই নিয়ে প্রশ্ন রাখা হলে, আনন্দবাজার অনলাইনকে সোহম বলেন, 'কেন নয়? যদি আমার কাছে সেই প্রিভিলেজ থাকে তাহলে না হওয়ার মতো কিছু নেই। এটা খুব ব্যায়বহুল একটা প্রক্রিয়া। এই মুহূর্তে ভারতে সারোগেসি নিষিদ্ধ। তবে যদি আইনে কিছু বদল আসে, বিষয় আইনসিদ্ধ হয় তাহলে আমি এর মধ্যে অসুবিধার কিছু দেখছি না।'
সারোগেসির মাধ্যমে বলিউডের অসংখ্যা তারকা সন্তানলাভ করেছেন। শাহরুখের ছোট ছেলে আব্রাম, আমির পুত্র আজাদ, শিল্পা শেট্টি কন্যা, করণ জোহরের যমজ সন্তান যশ ও রুহি, একতা কাপুর পুত্র রবি, তুষার কাপুর পুত্র লক্ষ্য, সকলেই জন্মেছে সারোগেসির মাধ্যমে। তবে এখন ভারতে সারোগেসি নিয়ে কড়া বিধিনিষেধ জারি রয়েছে।
সোহমের সারোগেট সন্তানের বাবা হওয়ার ইচ্ছের মতোই কিছুদিন আগে দত্তক সন্তানের মা হওয়ার মনকামনা জানান শোলাঙ্কি। নিবেদিতা অনলাইনকে তিনি জানান,'আমার তো ছোটবেলা থেকেই খুব ইচ্ছে যে আমি সন্তান দত্তক নেব। সত্যি আমি চাই। আমি একটা মেয়ে আর আরেকটা ছেলেকে দত্তক নিতে চাই। কারণ আমাদের সমাজে মেয়েরা ঠিকই আছে, একজন ভালো পুরুষ মানুষ তৈরি করাটা জরুরি। যাঁর মধ্যে সব নীতিবোধ থাকবে। একজন মানুষ তৈরি করা খুব কঠিন ব্যাপার। যে মহিলাদের বুঝবে। তবে নিঃসন্দেহে এটা হাইপোটেথিক্যাল ইচ্ছে'।
ডিভোর্সের জল্পনায় ইতিমধ্যেই সিলমোহর দিয়েছেন শোলাঙ্কি। চারিদিকে চর্চার বানভাসি শোলাঙ্কি প্রেম করছেন অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে। তবে প্রেম নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি দুজনে। সৌরভ চক্রবর্তীর পরিচালনায় ‘সাড়ে সাইত্রিশ’ নামের এক ওয়েব সিরিজে কাজ করেছেন দুজনে। তারপর থেকেই নাকি বন্ধুত্ব জমে ক্ষীর!
শোলাঙ্কির সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে মাস কয়েক আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা সোহম জানিয়েছিলেন, ‘আমি জানি, আমি একজন পাবলিক ফিগার, তাই আমি এগুলো আটকাতে পারব না। মানুষের আমার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহল থাকবেই। সেটা নিয়ে আমি বেশি কথা বলতে পারব না, তবে আমি এই ব্যাপারগুলো নিয়ে পাত্তা না দিতেই জবাব দিতে চাই।’