বিয়ে ভেঙেছে শোলাঙ্কির। ২০২৩ সালেই ৫ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন ‘গাঁটছড়া’র খড়ি। স্বামী শাক্য বসুর সঙ্গে তাঁর সম্পর্কের দূরত্ব কারুর অজানা ছিল না। মাঝে অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে প্রেম নিয়েও কম জলঘোলা হয়নি। এর মাঝেই মা হওয়ার সুপ্ত বাসনা ভাগ করে নিলেন অভিনেত্রী। আরও পড়ুন-‘আমার ডিভোর্স হয়ে গেছে’, স্কুলের বন্ধু শাক্যর সঙ্গে কেন ভাঙল বিয়ে? প্রথমবার জবাব শোলাঙ্কির
গাঁটছড়া মাঝপথে ছেড়ে দিয়েছিলেন শোলাঙ্কি। এরপর মুম্বই উড়ে যান নতুন কেরিয়ার গড়ার স্বপ্ন নিয়ে। গত ৬ মাসেও মায়ানগরীতে শিকে ছেঁড়েনি অভিনেত্রীর। চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুরোদমে। সম্প্রতি নিবেদিতা অনলাইন নামের এক ইউটিউব চ্যানেলে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আড্ডা দিয়েছেন ‘ইচ্ছে নদী’ খ্যাত নায়িকা। মাতৃত্ব নিয়ে শেয়ার করলেন নিজের মনের গোপন কথা।
শোলাঙ্কি বলেন, 'আমার তো ছোটবেলা থেকেই খুব ইচ্ছে যে আমি সন্তান দত্তক নেব। সত্যি আমি চাই। আমি একটা মেয়ে আর আরেকটা ছেলেকে দত্তক নিতে চাই। কারণ আমাদের সমাজে মেয়েরা ঠিকই আছে, একজন ভালো পুরুষ মানুষ তৈরি করাটা জরুরি। যাঁর মধ্যে সব ভ্যালুস থাকবে। একজন মানুষ তৈরি করা খুব কঠিন ব্যাপার। যে মহিলাদের বুঝবে। তবে নিঃসন্দেহে এটা হাইপোটেথিক্যাল ইচ্ছে'।
হ্যাঁ, একজন কন্যা ও একজন পুত্র সন্তান দত্তক নিতে চান অভিনেত্রী। ২০১৮-র ফেব্রুয়রিতে স্কুলের বন্ধু শাক্যকে বিয়ে করেছিলেন শোলাঙ্কি। বিয়ের পর টলিগঞ্জ ছেড়ে নিউজিল্যান্ডে সংসার পাতেন। বছর খানেকের মাথায় ফিরে এসে ফের কাজ শুরু করেন। দুজনের বিচ্ছেদের খবর আগেই মাথাচাড়া দিয়েছে। অভিনেত্রী এই সাক্ষাৎকারে তাতে সিলমোহর দেন। জানান, ‘হ্য়াঁ, আমি ডিভোর্সি। এটা আলোচনা করার মতো বিষয় নয়। আমি কোনওদিনই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলিনি। প্রেম-বিয়ে সবটাই ব্যক্তিগত রাখতেই ভালোবাসি। এটা নিয়ে অনেক প্রশ্ন, অনেক আলোচনা, তাই স্পষ্ট করে বলতে চাই আমার প্রাক্তন স্বামীর থেকে আমি এখন আইনত আলাদা। আর এটা খুব শান্তিপূর্ণ একটা বিচ্ছেদ। এই ঘটনায় আরও একটা মানুষের পরিবার জড়িয়ে, তাই এটা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। কারণ আমার পেশার বোঝাটা আমি ওদের উপর চাপিয়ে দিতে পারি না’।
একবার বিয়ে ভাঙলেও বিয়ে নামক সামাজিক প্রতিষ্ঠানে আস্থা হারাননি অভিনেত্রী। দ্বিতীয় বিয়েতে আপত্তি নেই তাঁর। তব শর্ত রয়েছে। দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে শোলাঙ্কি বলেন, ‘করব না এমন কোনও ব্যাপার নেই। তবে একবার (বিয়ে) করে বুঝেছি করতেই হবে এমন কোনও ব্যাপার নয়। সম্পূর্ণরূপে নির্ভরশীল ওইসময় আমার মনের অবস্থাটা কী। জীবন থেকে একটা জিনিস শিখেছি বিয়ে জীবনের একটা বড় সিদ্ধান্ত। বিয়ে শুধু এটার উপর টিকে থাকে না আমরা একে অপরকে কতটা ভালোবাসি। এর বাইরে একটা সম্পর্ক টিকে থাকতে জরুরি দুটো মানুষের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটা একরকম কিনা।’
সদ্যই দেবালয় ভট্টাচার্যের সঙ্গে একটি সিরিজে কাজ করলেন শোলাঙ্কি। এখনও ঠিক হয়নি নাম। আপতত মুম্বইতেই নিজের ভাগ্য পরীক্ষা করতে চান তিনি।