বাংলা নিউজ > বায়োস্কোপ > Didi No 1: ডাক্তার দেখাতে গেলেই তাঁর প্রেমে পড়ে যান ঋ! দিদির মঞ্চে ফাঁস গোপন তথ্য!

Didi No 1: ডাক্তার দেখাতে গেলেই তাঁর প্রেমে পড়ে যান ঋ! দিদির মঞ্চে ফাঁস গোপন তথ্য!

ডাক্তার দেখাতে গেলেই তাঁর প্রেমে পড়ে যান রি!

Didi No 1: দিদি নম্বর ১ -এর মঞ্চে এসে ঋ-র গোপন তথ্য ফাঁস করে দিলেন সোনালি চৌধুরী এবং পুষ্পিতা চট্টোপাধ্যায়। জানালেন অভিনেত্রীর কেমন বর পছন্দ।

দিদি নম্বর ১ -এ মাঝে মধ্যেই খেলতে আসেন টলিউডের অভিনেত্রীরা। আর এসেই তাঁদের নানা গোপন কথা ফাঁস করে দেন দিদির মঞ্চে। কখনও কখনও আবার বন্ধুরা সবাই খেলতে এলে তাঁদের কথা একে অন্য ফাঁস করে দেন। এদিন তেমন ভাবেই দিদির মঞ্চে ঋ সেনের নানা গোপন তথ্য ফাঁস করে দেন সোনালি চৌধুরী এবং পুষ্পিতা চট্টোপাধ্যায়।

ঋ এদিন এসেই রচনার কাছে অভিযোগ করেন যে সোনালির সঙ্গে দেখা হলেই নাকি তিনি তাঁকে বিয়ে করতে মানা করেন। আর সেই কথা মতো তিনি এখন আর কোনও প্রেম করতে আগ্রহী নন বলে জানান। যদিও রচনা তাঁকে খোঁচা মেরে জিজ্ঞেস করেন 'পর্দায় তো অন্য নায়িকার বর নিয়ে টানাটানি করছ, নিজেরটা কবে হবে?' প্রসঙ্গত, কার কাছে কই মনের কথা ধারাবাহিকে সুচরিতার বরের প্রেমিকার চরিত্রে এখন রিকে দেখা যাচ্ছে। রচনার উত্তরে ঋ বলেন, 'আমি আর প্রেম করার কথা ভাবছি না।'

তবে পুষ্পিতা এই সময়ই হাটে হাঁড়ি ভেঙে দেন। বলেন, 'আমরা যখন ত্রিনয়নী করতাম তখন আমায় এসে রোজ ডাক্তার পাত্র খুঁজে দেওয়ার কথা বলতো। ও যে ডাক্তারকে দেখাতে যায় তাঁরই প্রেমে পড়ে যায়।' এটা শুনেই সোনালি বলে ওঠেন, 'অ্যা! সেকি! আমায় যে ফুটবলার পাত্র খুঁজে দিতে বলে।' এটা নিয়েই হাসির ধুম পড়ে যায় দিদি নম্বর ১ -এর মঞ্চে।

আরও পড়ুন: বর হিসেবে ফুল মার্কস! গুড বয় সাগ্নিকের কী কী প্রশংসা করল তাঁর স্ত্রী?

এদিন ঋ সেন, সোনালি চৌধুরী এবং পুষ্পিতা চট্টোপাধ্যায় ছাড়াও বুলবুলি পাঁজা খেলতে এসেছিলেন। বুলবুলি জানান ঋ শুটের পর বিন্দুমাত্র দাঁড়ান না। উবার চলে এলে কেউ লিফট চাইলেও দাঁড়ান না। সটাং গাড়িতে উঠে চলে যান। উত্তরে ঋ বলেন, 'সারাক্ষণ শুট করার পর ওটা আমার মি টাইম। আমার কি একা যেতে, সময় কাটাতে ইচ্ছে করে না বলো? বলো তুমি বলো?' তাঁর প্রশ্নের ভঙ্গিতে হেসে লুটিয়ে পড়েন রচনা।

বন্ধ করুন