বিয়ের পর থেকে লন্ডনের নটিং হিলেই ছিলেন সোনম কাপুর। তবে ডেলিভারির সপ্তাহখানেক আগে ফেরেন মুম্বইতে। অগস্ট মাসে সোনম কাপুর অবং আনন্দ আহুজার পুত্র সন্তানের জন্ম হয়। ছেলের নাম রেখেছেন বায়ু। খুদের একাধিক ছবি শেয়ার করলেও এখনও মুখ দেখাননি অনিল কন্যা।
রবিবার এক পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁকে দেখা গেল মুম্বই এয়ারপোর্টে। পরে আছেন কালো-খয়েরি পোশাক, কালো রঙের ব্যুট আর ডার্ক সানগ্লাস। হাতে ম্যাচিং ব্যাগ।
ভিডিয়োতে দেখা যাচ্ছে এয়ারপোর্টে প্রবেশের গেটের দিকে হাঁটছেন সোনম আর ব্যাগের মধ্যে কিছু খুঁজছেন। ফোটোগ্রাফরদের অনুরোধে ছবির জন্য দাঁড়ান। হেসে পোজও দেন। এরপর এয়ারপোর্টে ঢোকার আগে সেখানে উপস্থিত ফোটোগ্রাফারদের উদ্দেশ্য করে বলেন, ‘আমার ছেলে আসছে। ওর ফোটো নেবেন না, হ্যাঁ।’ এরপর যখন পাপারাৎজিরা আস্বস্ত করেন তাঁরা খুদেকে ক্যামেরাবন্দি করবেন না, তখন সোনম বুকের উপরে হাত রেখে বলেন ‘ধন্যবাদ।’
২০১৮ সালের ৮ মে বিয়ে করেন সোনম আর আনন্দ আহুজা। পঞ্জাবি রীতি মেনে মুম্বইতে ধুমধাম করে বিয়ে হয় তাঁদের। ২০২২ সালের মার্চে প্রথম প্রেগন্যান্সির ঘোষণা করেন তাঁরা। বেবিমুনে ইতালিতে গিয়েছিলেন সোনম-আনন্দ। অন্তঃসত্ত্বা অবস্থায় এক সাক্ষাৎকারে সোনম বলেছিলেন, ‘মা হওয়াটা খুব স্বার্থপর সিদ্ধান্ত। আমি চেষ্টা করব সাফল্যের সঙ্গে মায়ের ভূমিকা পালন করতে। যার অর্থ হল এবার থেকে নিঃসন্দেহে অভিনয় কেরিয়ারের গুরুত্ব আমার কাছে কমে যাবে। তবে মনে হয় না আমি কাজ পুরোপুরি ছেড়ে দেব’।