পথ কুকুরদের গল্প বলবে বাংলা ছবি 'পারিয়া'। আর এবার সেই ছবিরই টাইটেল ট্র্যাক গাইলেন সোনু নিগম। মুম্বইয়ের যশরাজ স্টুডিওতে রেকর্ড করা হয়েছে সেই গান। উচ্ছ্বসিত সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য। পুরো বিষয়টি নিয়ে আবেগতাড়িত রণজয়।
২৮ ডিসেম্বর ‘পারিয়া’র জন্য গান রেকর্ড করেছেন সোনু। এবিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আবেগতাড়িত সঙ্গীত পরিচালক। রণজয় সোনুর সঙ্গে ছবি শেয়ার করে লেখেন, ‘যখন পরদেশের ইয়ে দিল দিওয়ানা-গানের হাত ধরে ওঁর গলার সঙ্গে আমার পরিচয় হয়, তখন আমি ক্লাস ফাইভে পড়ি। তারপর থেকে ওঁর গলায় অসংখ্য কালজয়ী গান শুনে আমরা মন্ত্রমুগ্ধ হয়েছি। ১৯৯৭ থেকে ২৮ শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত জীবনের একটা পূর্ণ বৃত্ত যে পূর্ণ হয়ে গেল কীভাবে! কিংবদন্তি সোনু নিগম আমার কম্পোজিশনে গেয়েছেন এবং সেই পরিবেশনা মন ছুঁয়ে গেল! আমরা যাঁরা গত রাতে স্টুডিওতে উপস্থিত ছিলাম তাঁদের জন্য সত্যিই একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা। আমার ঝুলিতে আরও একটা মোটা দাগ পড়ল।’
সোনু নিগমকে ধন্যবাদ জানিয়ে রণজয় আরও লিখেছেন, ‘তুমি অতুলনীয়! আমরা গত রাতে পারিয়ার টাইটেল ট্র্যাক রেকর্ড করেছি। আমরা আপনাদের সকলকে এটা শোনানোর জন্য অপেক্ষা করে আছি। সঙ্গে থাকুন…’
নিজের এই অভিজ্ঞতা নিয়ে সঙ্গীতপরিচালক রণজয় ভট্টাচার্য এবিপি আনন্দকে জানান, ‘আমাদের বড় হয়ে ওঠার সঙ্গে সোনিু নিগমের গান জড়িয়ে আছে। ওঁর সঙ্গে কাজ করাটা আমার কাছে স্বপ্নপূরণ বললেও কম বলা হয়। আমি কখনওই ভাবিনি যে সোনুজি আমার সামনে দাঁড়িয়ে আছেন, ওঁকে গানটা তোলাচ্ছি। আমারই বিশ্বাস হচ্ছে না।’
সোনুতে আপ্লুত রণজয় বলেন, ‘একজন অভিজ্ঞ গায়ক কতটা ফ্লেক্সিবেল হতে পারেন! যখন যেমন বলছি, সেভাবেই উনি নিজেকে ভেঙেছেন। এটা শিক্ষনীয়। প্রতি মুহূ্র্তে নিজেকে ভেঙে একটা অন্য সোনু নিগম বের হলেন। গানটা যেন তিনিই গাইলেন, আমি মুগ্ধ। রেকর্ডিং শেষে সকলেই ওঁকে স্যান্ডিং ওবেশন দেন। অভিভূত হয়ে যান যশরাজ স্টুডিওর সিনিয়র রেকর্ডিস্ট বিজয়জি।’ রণজয় ভট্টাচার্যের কথায় এটা তাঁর কাছে বিশাল প্রাপ্তি।
সোনু নিগমের গাওয়া 'পারিয়া' ছবির জন্য এই গান খুব শীঘ্রই মুক্তি পাবে বলে জানান রণজয়। প্রসঙ্গতগত পথ কুকুরদের নিয়ে তৈরি ‘পারিয়া’ ছবিটির পরিচালনা করছেন তথাগত মুখোপাধ্যায়, ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্রকেও।