বাংলা নিউজ > বায়োস্কোপ > অবৈধ নির্মাণ মামলা : সোনু সুদ 'স্বভাবসিদ্ধ অপরাধী', বম্বে হাইকোর্টকে জানাল BMC

অবৈধ নির্মাণ মামলা : সোনু সুদ 'স্বভাবসিদ্ধ অপরাধী', বম্বে হাইকোর্টকে জানাল BMC

সোনু সুদ (ফাইল ছবি)  (HT_PRINT)

জুহুর শক্তি সাগর অ্যাপার্টমেন্টকে অবৈধভাবে হোটেলে পালটে ফেলবার অভিযোগ রয়েছে সোনু সুদের বিরুদ্ধে। 

অভিনেতা সোনু সুদ ‘স্বভাবসিদ্ধ অপরাধী’-যিনি হামেশাই অবৈধ নির্মাণকাজ চালান জুহু এলাকার আবসনে, বম্বে হাইকোর্টকে এমনটাই জানাল বৃহন্মুম্বই পুরসভা (BMC)। এর আগেও দু-বার নিয়ম লঙ্ঘন করে অবৈধ নির্মাণ করায় ভাঙা হয়েছিল সোনু সুদের আবাসনের অংশ-বিশেষ ভাঙা পড়েছিল, মঙ্গলবার হাইকোর্টে জমা দেওয়া হলফনামায় একথা জানিয়ে বিএমসি। 

অবৈধ নির্মাণের অভিযোগ এনে গত সপ্তাহে সোনু সুদের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেয় বৃহন্মুম্বই পুরসভা। এরপর বিএমসির নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সোনু সুদ। সোমবার সেই মামলার শুনানি হয় আদালতে। সোনুর পিটিশনের জবাবি হলফনামায় একথা জানিয়েছে পুরসভা। 

গত বছর অক্টোবর মাসে সোনুর বিরুদ্ধে অবৈধ নির্মাণের নোটিশ এনেছিল বিএমসি। এরপর নগর দায়রা আদালতে সেই নোটিশকে চ্যালেঞ্জ জানান অভিনেতা, তবে ডিসেম্বরেই সোনুর আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। বিএমসির দাবি জুহুতে অবস্থিত ছয় তলার শক্তি সাগর আবাসনকে কোনওরকম অনুমতি না নিয়েই হোটেলে রূপান্তরিত করে ফেলেছেন সোনু সুদ। এই অবৈধ নির্মাণের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সোনু।

হলফনামায় বিএমসি জানিয়েছে- আবেদনকারী স্বভাবসিদ্ধ অপরাধী, এবং অবৈধ নির্মাণের বাণিজ্যিক ফায়দা তুলতে চায়। সেইকারণেই ভেঙে দেওয়া অংশ ফের একবার নির্মাণ কাজ শুরু করেছিল যাতে আবাসনটিকে হোটেলে রূপান্তরিত করা যায় লাইলেন্স ডিপার্টমেন্টের তরফে কোনওরকম অনুমতি না নিয়েই। 

বিএমসি আরও জানায়, কোনওরকম অনুমতি না নিয়েই একটা আবাসনকে হোটেলে বদলে ফেলাই নয়, সেটা রীতিমতো ব্যবাসায়িক সূত্রে কাজে লাগানো হচ্ছে। 

আদালত এই মামলায় সাময়িক স্বস্তি দিয়েছে সোনু সুদকে। ১৩ জানুয়ারি পর্যন্ত সোনু সুদের বিরুদ্ধে কোনওরকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না বিএমসি, সোমবার জানিয়েছে বম্বে হাইকোর্ট।

বন্ধ করুন