তাঁকে সবসময়ই ঘিরে থাকে বিতর্ক। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়াকে বিশেষ পাত্তা দেন না শ্রাবন্তী। তিন নম্বর ডিভোর্সের মামলা কোর্টে বিচারাধীন, অথচ নিজের ছন্দ জীবন কাটাচ্ছেন নায়িকা। সদ্যই ছেলে আর তাঁর প্রেমিকাক নিয়ে থাইল্য়ান্ড থেকে ঘুরে এসেছেন। এর মাঝেই শ্রাবন্তীর জীবনে নতুন সদস্যের আগমন। আরও পড়ুন-বিকিনিতে বোল্ড অবতার ‘কুল মম’ শ্রাবন্তীর! ছেলে আর হবু বউমার সঙ্গে কোথায় ছুটি কাটাচ্ছেন?
ভোররাতে সোশ্যাল মিডিয়ায় পরিবারের নতুন সদস্যের সঙ্গে পরিচয় করালেন শ্রাবন্তী। নায়িকার পোষ্যপ্রেম কারুর অজানা নয়, বিশেষত সারমেয় প্রচণ্ড ভালোবাসেন শ্রাবন্তী। প্রায় তিন বছর পর নতুন কুকুর ছানা ঘরে আনলেন অভিনেত্রী। হাস্কি প্রজাতির একটি মিষ্টি ছানাকে নিজের ‘রূপকথার পরিবারে’ নিয়ে এসেছেন শ্রাবন্তী। তাঁর সঙ্গে পরিচয় করালেও এই খুদে সদস্যের নাম ফাঁস করেননি তারকা। ক্যাপশনে লিখেছেন, ‘আমার রূপকথার পরিবারের তোমাকে স্বাগত’।
এই ‘Pawsome’ ছবিতে গোলাপি রঙা নাইট ড্রেসে দেখা গেল শ্রাবন্তীকে। ওই হাস্কি ছানার নাকে নাক ঘষে আদরে ভরালেন শ্রাবন্তী। এর আগে ২০২০ সালের জুন মাস নাগাদ আরও একটি সারমেয়কে ঘরে এনেছিলেন শ্রাবন্তী, তখন রোশনের সঙ্গে সুখী গৃহকোণ তাঁর।
দুজনে মিলে সেই কুকুর ছানার নাম রেখেছিলেন ট্রিক্সি। সেটিও ছিল হাস্কি প্রজাতির সারমেয়। রোশনের সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র পুত্র আর চার সারমেয়কে নিয়েই ছিল শ্রাবন্তীর সংসার। এবার আরও এক সদস্য বাড়ল পরিবারে।
সম্প্রতি ডান্স বাংলা ডান্সের শ্যুটিং শেষ করেছেন শ্রাবন্তী। পাশাপাশি দেব চৌধুরাণীর প্রস্তুতি নিয়ে ব্যস্ত শ্রাবন্তী। এই ছবির জন্য ঘোড়সওয়ারি থেকে শুরু করে তলোয়ার চালানোর ট্রেনিং নিয়েছেন, সবটাই ঘটেছে ‘মাস্টারমশাই’ শুভ্রজিৎ মিত্রর তত্ত্বাবধানে। অভিযাত্রিক খ্যাত পরিচালক শুভ্রজিতের পরিচালনায় তৈরি হচ্ছে দেবী চৌধুরাণী। জানা গিয়েছে ডিসেম্বর মাসে বীরভূম, পুরুলিয়াতে হবে ছবির প্রথম দফার শ্যুটিং। শ্রাবন্তীর কেরিয়ারের নতুন মাইলস্টোন হবে এই ছবি বিশ্বাস পরিচালকের। এছাড়াও শ্রাবন্তীর হাতে রয়েছে জিতু কমলের সঙ্গে ‘আমি আমার মতো’, ‘বাবুসোনা’র মতো ছবি।