বেশকিছুদিন আগেও জোর খবর ছিল সৃজিত-মিথিলার বিয়েটা নাকি এবার ভেঙেই যাচ্ছে। তাঁদের মধ্যে ঢুকে পড়েছেন তৃতীয় ব্যক্তি। যদিও সেসময় সেই গুঞ্জন অস্বীকার করেছিলেন মিথিলা, গুঞ্জনে আমল দিতে চাননি সৃজিতও। এদিকে আবার সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের অসুস্থতার খবরও ছড়িয়ে পড়ে। সেখবরে হেঁয়ালিপূর্ণ পোস্টে সৃজিত জানান, ‘আরোগ্য কামনার জন্য সকলকে ধন্যবাদ। চিকিৎসকরা জানিয়েছেন ফেসবুক, টুইটার অ্যাকাউন্ডে একাধিক ব্লক থাকলেও আমার হৃদপিণ্ডে কোনও ব্লকেজ নেই।’
কিন্তু বিচ্ছেদ, অসুস্থতা এসব গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে ইদের দিন পার্কস্ট্রিটে খোশ মেজাজেই ধরা পড়লেন সৃজিত-মিথিলা। শুধু তারকা দম্পতি নন, সঙ্গে দেখা গেল ছোট্ট আইরা ও সৃজিতের পরিবারকেও। পার্কস্ট্রিটের নামী রেস্তোরাঁয় ডিনার সারলেন তাঁরা। সৃজিত মুখোপাধ্যায় নিজেই ফেসবুকের পাতায় সেই ছবি পোস্ট করেছেন। যেখানে সৃজিত-মিথিলা দুজনের পোশাকেই রয়েছে রং মিলান্তি।
আরও পড়ুন-আদিত্যর সঙ্গে প্রেম! বিয়ের পরিকল্পনা কী? জবাব দিলেন অনন্যা পান্ডে
সৃজিতের পোস্টে কমেন্ট করেছেন প্রযোজক রানা সরকার। লিখেছেন, ‘এক পুরনো মসজিদে, গান ধরেছে মুর্শিদে’, সঙ্গে দিয়েছেন লাভ ইমোজি। পরিচালক রাজর্ষি দে লিখেছেন, ‘ওকি রে... ওই জে কিসব ব্লক হইসে শুনলাম.. আপা রে নিয়া সাহেব পাড়া?ঈদ মোবারক’। সৃজিত মিথিলার মিলনে খুশি তাঁদের অনুরাগীরা। অভিষেক মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি লিখেছেন, ‘সবার মুখে কুলুপ পড়ুক এবার… অনেক হয়েছে! দারুন।’ প্রতীক দে নামে আরও একজন লিখেছেন, ‘সে কি Srijit Mukherji দা? এসব ছবি দিলে নিন্দুকদের কি হবে? কতজনের থ্রমবসিস হবে এগুলো দেখলে... ট্রোলিং এর সাবজেক্ট কমে যাবে যে। খুব ভালো লাগলো ছবিটা দেখে’। আবার অনেকেই সৃজিত-মিথিলাকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন।
শোনা যাচ্ছে, স্বামী সৃজিত মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়েই সোজা বাংলাদেশ থেকে কলকাতায় চলে আসেন মিথিলা। এদিকে মাঝে সৃজিতও অবশ্য বহুদিন কলকাতায় ছিলেন না। ছবির শ্যুটিংয়ে মধ্যপ্রদেশে ছিলেন। এদিকে মিথিলাও এই সময়টা মেয়ে আইরাকে নিয়ে ইউরোপ ট্যুর করেছেন। তবে কাজ মিটতেই ফের কাছাকাছি সৃজিত-মিথিলা। তবে এই প্রথম নয় তাঁদের ৪ বছরের দাম্পত্য জীবনে এর আগেও একাধিকবার তাঁদের বিচ্ছেদের খবর রটেছে। তবে সব জল্পনা উড়িয়ে দিব্যি সংসার করছেন সৃজিত-মিথিলা।