আদিত্য রয় কাপুরের সঙ্গে অনন্যা পান্ডের প্রেমের গুঞ্জন বি-টাউনে বহু দিন ধরেই শোনা যাচ্ছে। বি-টাউনের বেশকিছু পার্টিতেও আদিত্য ও অনন্যাকে একসঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছে। গত বছর কৃতি শ্যাননের দিওয়ালি পার্টিতেও বিদ্যা বালানের দেওর আদিত্য রয় কাপুরের সঙ্গেই হাজির হয়েছিলেন অনন্যা। সম্প্রতি, আদিত্যর সঙ্গে অনন্যার প্রেমের কথা ফাঁস করে ফেলেন রণবীর কাপুর। নাম না করলেও গুঞ্জনে সম্মতি জানিয়ে রণবীর বলেন, আদিত্য যাঁকে ভালোবাসেন, সেই মেয়ের নাম 'A' দিয়ে শুরু।
যদিও অনন্যা বা আদিত্য প্রকাশ্যে কখনওই তাঁদের প্রেমের কথা স্বীকার করেননি। বর্তমানে অনন্যা পান্ডের হাতে রয়েছে বেশকিছু ছবি। আর এই মুহূর্তে 'ড্রিম গার্ল-২'-এর জন্য দিল্লিতে আযুষ্মান খুরানার সঙ্গে শ্যুটিং করছেন অনন্যা পান্ডে। শ্যুটিং চলাকালীনই ইন্ডিয়া টু'ডে কে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে মুখ খুলেছেন অনন্যা। সাক্ষাৎকারে তাঁকে তাঁর বিয়ের পরিকল্পনা নিয়েও প্রশ্ন করা হয়। উত্তরে কী বলেছেন চাঙ্কি পান্ডে কন্যা?
অন্যন্যা জানিয়েছেন, 'এই মুহূর্তে আমার বিয়ের কোনও পরিকল্পনাই নেই। বিয়ে করার বয়স আমার এখনও হয়নি।' অনন্যার এই উত্তর অনুযায়ী তাঁকে এবং আদিত্যকে গাঁটছড়া বাঁধতে দেখতে হলে আরও বহুসময় অপেক্ষা করতে হবে অনুরাগীদের। যদিও অনন্যা আদিত্যর নাম নেননি।
আর পড়ুন-পথ চলা শুরু, ১ম দিন কত আয় করল কার্তিক-কিয়ারার 'সত্যপ্রেম কি কথা'?
এই মুহূর্তে দিল্লির আবহাওয়া প্রসঙ্গে জিগ্গাসা করা হলে অনন্যা বলেন, ‘ভীষণই গন্ডগোলের। প্রচণ্ড গরম, আবার মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে।’ অনন্যা জানান, দিল্লি তাঁর 'সেকেন্ড হোম'। বলেন, তিনি তাঁর দিদার কাছে বড় হয়েছেন, আর তাঁর এই দিদা দিল্লিতেই থাকেন। অভিনেত্রীকে তাঁর ডায়েটের কথা জিজ্ঞাসা করা হলে অনন্যা বলেন, ‘আমি আসলে সব খাবারই খুব অল্প পরিমাণে খাই কারণ শরীরচর্চা করতে আমি পছন্দ করি না। যদি অল্প খাওয়া মোটেও ভালো বিষয় নয়। যিনি শরীরচর্চা করতে পারবেন, তিনি ঠিকঠাক খাওয়া দাওয়া করলেও সমস্যা হয়না।’
'সাইবার বুলিং' নিয়ে প্রশ্ন করা হলে অনন্যা বলেন, ‘আজকাল বহু মানুষই সাইবার বুলিংয়ের শিকার। তবে কেউই এটা নিয়ে কথা বলতে চান না। তবে আমি ঠিক করেছি এই বিষয়টা নিয়ে কথা বলব।’
প্রসঙ্গত, 'ড্রিম গার্ল-২' ছাড়াও জোয়া আখতারের আগামী ছবি 'খো গ্যায়ে হাম কাহা'-তেও দেখা যাবে অনন্যাকে। যেখানে তাঁর বিপরীতে থাকবেন সিদ্ধান্ত চতুর্বেদী, আদর্শ গৌরব।