বাংলা নিউজ > বায়োস্কোপ > Serial Update: চূড়ান্ত অবিচার! TRP-তে এগিয়ে থাকলেও তিন মাসেই বন্ধ হচ্ছে স্টার জলসার এই মেগা

Serial Update: চূড়ান্ত অবিচার! TRP-তে এগিয়ে থাকলেও তিন মাসেই বন্ধ হচ্ছে স্টার জলসার এই মেগা

শেষ হচ্ছে মাধবীলতা

Serial Update: স্লট লিডার হলেও কোপ পড়ল ব্লুজ প্রোডাকশনের ‘মাধবীলতা’র উপর। মাত্র তিন মাসেই বন্ধ হচ্ছে শ্রাবণী ভুঁইয়া ও সুস্মিত মুখোপাধ্যায় অভিনীত এই মেগা সিরিয়াল। 

‘পঞ্চমী’র আগমনে জায়গা খোয়াচ্ছে মাধবীলতা, এই খবরটা তো আগেই জানিয়েছি। শুরুতে শোনা গিয়েছিল স্লট বদল হচ্ছে শ্রাবণী ভুঁইয়া ও সুস্মিত মুখোপাধ্যায় অভিনীত এই মেগার। কিন্তু আচমকাই শোনা গেল দুঃসংবাদ। না, নতুন কোনও স্লটে পাঠানো হচ্ছে না ‘মাধবীলতা’কে। তার বদলে ৪ঠা ডিসেম্বরই ইতি পড়ছে মাধবী আর তার ছবি বাবুর কাহিনিতে।

চলতি সপ্তাহের টিআরপি রিপোর্ট বলছে, প্রতিদ্বন্দ্বী লক্ষ্মী কাকিমার চেয়ে এগিয়ে রয়েছে ‘মাধবীলতা’। এই সপ্তাহে ‘মাধবীলতা’র টিআরপি ছিল ৬.৬, সে জায়গায় ৬.৩ নম্বর পয়েছিল লক্ষ্মী কাকিমা। একটা সময় টিআরপি তালিকায় একদম উপরের দিকে থাকা লক্ষ্মী কাকিমাকে হারিয়ে স্লট দখলে সফল হয়েছে মাধবীলতা। তার পরেও কেন মাত্র ৩ মাসের মধ্যেই কোপ পড়ছে এই মেগায়? সদুত্তোর মেলেনি। যদিও জলসার ট্র্যাক রেকর্ড বলছে মাস কয়েক আগেই ‘বউমা একঘর’ও তিন মাসের মধ্যেই বন্ধ করে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। খবর চলতি মাসের ৩০ তারিখ শেষদিনের শ্যুটিং হবে ‘মাধবীলতা’র।

এই ব্যাপারে এক সংবাদমাধ্যমকে গল্পের নায়ক সবুজ অর্থাৎ অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায় জানান, ‘হ্যাঁ, ৩০শে নভেম্বর আমাদের শেষ দিনের শ্যুটিং। এত তাড়াতাড়ি কেন শেষ হচ্ছে সেটা চ্যানেল আর প্রযোজনা সংস্থাকে জিজ্ঞাসা করলে ভালো’। বোঝাই যাচ্ছে বিতর্ক এড়িয়ে যেতে চাইলেন অভিনেতা। জলসার হাত ধরেই অভিনয় সফর শুরু সুস্মিতের। এর আগে ‘বরণ’ ধারাবাহিকে দর্শক দেখেছে তাঁকে।

তিন মাসেই সফর শেষ
তিন মাসেই সফর শেষ

‘মন ফাগুন’ শেষ হওয়ার পর গত ২২শে অগস্টে শুরু হয়েছিল ‘মাধবীলতা’র সফর। আর বছর শেষের আগেই ওই জায়গা নিতে চলেছে সুস্মিতা-রাজদীপের নতুন মেগা ‘পঞ্চমী’। নাগকন্যার গল্প উঠে আসবে এই মেগায়। ৫ই ডিসেম্বর থেকে সম্প্রচার শুরু ‘পঞ্চমী’র।

অন্যদিকে স্টার জলসায় শীঘ্রই শুরু হবে নীল-তিয়াসার নতুন ধারাবাহিক। শোনা যাচ্ছে ‘বাংলা মিডিয়াম’-এর আগমনে কপাল পুড়তে পারে খড়ি-ঋদ্ধিদের জোর জল্পনা টেলিপাড়ায়। সন্ধ্যা সাতটার স্লটেই ‘কৃষ্ণকলি’ জুটিকে ‘জগদ্ধাত্রী’র বিরুদ্ধে মাঠে নামাতে চায় স্টার জলসা। তাহলে ‘গাঁটছড়া’র ভবিষ্যত কী? সেই দিকেই এখন নজর।

বন্ধ করুন