গত বছর একসঙ্গে প্রথমবার কাজ করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেবালয় ভট্টাচার্য। তাঁদের ইন্দুবালা ভাতের হোটেল দর্শকদের মধ্যে বিপুল সাড়া ফেলেছিল। এবার আবারও সেই হিট জুটি ফিরছে। দেবালয়ে পরিচালনায় আবার ক্যামেরার সামনে ধরা দেবেন রাজ ঘরণী। তবে এবার আর কোনও উপন্যাসভিত্তিক কাজ নয়। বরং এটি একটি ভূতের ছবি হতে চলেছে। শুভশ্রী এবং দেবালয়ের আগামী ছবির নাম আলেয়ার বাড়ি।
শুভশ্রী-দেবালয়ের নতুন ছবি
শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে আগামীতে দেবালয় ভট্টাচার্যের নতুন ছবিতে দেখা যেতে চলেছে। তাঁদের এই আগামী ছবিটির নাম আলেয়ার বাড়ি। এখানে শুভশ্রী ছাড়াও দেখা যাবে চিত্রাঙ্গদা চক্রবর্তীকে। জানা গিয়েছে আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে এই ছবিটির শ্যুটিং।
আরও পড়ুন: ৮২ বছরে একটাই অপূর্ণ ইচ্ছে মাধবী মুখোপাধ্যায়ের! শেষ ছবিটি কার সঙ্গে করতে চান চারুলতা?
বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজ চক্রবর্তীর বাবলি ছবিটি নিয়ে ব্যস্ত। সেই ছবির কাজ শেষ হওয়ার পর তিনি দেবালয়ের ছবিতে হাত দেবেন। তবে এই ছবিটির জন্য তাঁকে অনেকটা রোগা হয়ে হবে। মেয়ে ইয়ালিনি হওয়ার পর এখন পুরনো চেহারায় ফেরার চেষ্টা চালাচ্ছেন অভিনেত্রী। গত বছরের নভেম্বর মাসের শেষের দিকে জন্ম হয়েছে ইয়ালিনির।
প্রসঙ্গত দেবালয়ে এই ছবির প্রযোজনার দায়িত্বে আছে এসভিএফ। মাঝে শুভশ্রী এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করা একেবারেই বন্ধ করে দিয়েছিলেন যদিও এক সময় তিনি এই প্রযোজনা সংস্থার ব্যানারেই একাধিক হিট উপহার দিয়েছেন। গত বছর ইন্দুবালা ভাতের হোটেল ছবিটি দিয়ে পুনরায় তিনি কাজ শুরু করেছেন এসভিএফের সঙ্গে।
আরও পড়ুন: করিনা - কৃতি - টাবুর ক্রিউয়ের ফার্স্ট লুকের সঙ্গে হলিউড ছবির মিল! নেটপাড়া বলছে, 'ঠিক যেন...'
দেবালয় ভট্টাচার্য বাদামি হায়নার কবলে জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে। এটি হইচই প্ল্যাটফর্মের প্রথম ছবি। শ্রী স্বপনকুমারের গল্প অবলম্বনে এই ছবিটি তৈরি করা হয়েছিল।
শুভশ্রীর অন্যান্য প্রজেক্ট
শুভশ্রীকে আগামীতে বাবলি ছবিতে দেখা যাবে সেখানে তাঁর বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। এই প্রথম তাঁরা জুটি বাঁধলেন। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে।