আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই চার হাত এক হবে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের। গুজরাটের জামনগরে পুরোদমে চলছে সেই রাজকীয় বিয়ের প্রস্তুতি। মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছেলে হলেন অনন্ত। তাঁর সঙ্গেই ছাদনাতলায় যাচ্ছেন ব্যবসায়ী বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা। যদিও রাধিকা এবং অনন্তের আনুষ্ঠানিক বিয়ের দিনটি ১২ জুলাই নির্ধারণ করা হয়েছে। তবুও ১ থেকে ৩ মার্চ পর্যন্ত তাঁদের প্রাক বিবাহ একাধিক অনুষ্ঠান চলবে বলেই জানা গিয়েছে।
ইতিমধ্যেই ৯ পাতার একটি গোটা ইভেন্টের পরিকল্পনা সহ কেমন কী পোশাক পরবেন, কেমন মুড রাখা হবে অনুষ্ঠানে ইত্যাদি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। আর সেখান থেকেই জানা গিয়েছে যে জামনগরে দুর্দান্ত কিছুই অপেক্ষা করে আছে আগামী দিনে।
আরও পড়ুন: 'খুব ডিস্টার্বড হয়ে পড়েছিলাম', কপিলের সঙ্গে ঝামেলার পর কী কী সহ্য করেছিলেন সুনীল?
কী কী থাকছে অতিথিদের জন্য?
অতিথিরা জামনগরে আসছেন চার্টার্ড ফ্লাইটে। সেটা দিল্লি বা মুম্বই যেখান থেকেই হোক না কেন। ১ মার্চ সক ৮টা থেকে দুপুর ১ টার মধ্যে একাধিক ফ্লাইট ছাড়া হবে এই দুই শহর থেকে। সূত্রের তরফে জানা গিয়েছে অতিথিদের জানানো হয়েছে তাঁরা যেন একটি হ্যান্ড লাগেজ এবং একটি বড় লাগেজ রাখেন। বা একটি জুটির তিনটি স্যুটকেস হয় যেন। তার থেকে বেশি লাগেজ না করার অনুরোধ করা হয়েছে। বেশি লাগেজ আনলে একই বিমানে সেটাকে হয়তো পাঠানো সম্ভব হবে না। তবে পরে পাঠানোর চেষ্টা করা হতে পারে।
কবে কী থিম রাখা হয়েছে?
১-৩ মার্চের প্রতিটি অনুষ্ঠানে একটি করে নির্দিষ্ট থিম রাখা হয়েছে। ১ তারিখের থিম অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড। সেখানে এলিগ্যান্ট ককটেল পোশাক পরতে হবে। দ্বিতীয় দিনের থিম এ ওয়াক অন দ্য ওয়াইল্ড সাইড। এটি অনুষ্ঠিত হবে আম্বানিদের জামনগরে অবস্থিত অভয়ারণ্যে। সেখানে জঙ্গল ফিভার দেওয়ার চেষ্টা করা হবে। তাই মানানসই জুতো পরার আবেদন করা হয়েছে। এদিন মেলার আবহে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান। সেখানে দেশি পোশাক পরার অনুরোধ করা হয়েছে। শেষদিনের আগের দিন ক্যাজুয়াল পোশাক পরতে বলা হয়েছে। আর শেষদিনে ভারতীয় পোশাকে সেজে ওঠার নির্দেশ দেওয়া হয়েছে অতিথিদের।
আরও পড়ুন: ‘ওই অধ্যায় শেষ হয়ে গিয়েছে....’, নিজের সবচেয়ে জনপ্রিয় ছবি নিয়ে একী বললেন প্রিয়দর্শন!
আরও পড়ুন: গুঞ্জন থামিয়ে মার্চ থেকেই অতনুর প্রযোজনায় শ্যুটিং শুরু জিতের? পরিচালকের আসনে কে?
কী কী সুবিধা পাবেন অতিথিরা?
লন্ড্রি, চুল বাঁধা, শাড়ি পরানো, মেকআপ ইত্যাদির সাহায্য বা লোক পাবেন অতিথিরা সেখানে। এই বিশেষ অনুষ্ঠানগুলোর সময় অনুষ্ঠিত হবে লগন লাখভানু। এখানে মূলত ঈশ্বরকে আমন্ত্রণ জানানো হয় বিয়েতে।
এই অনুষ্ঠানে রাধিকা অনামিকা খান্নার লেহেঙ্গায় সাজবেন। ইশা আম্বানি, নীতা আম্বানিরাও একই ভাবে তাঁরই তৈরি করা পোশাকে সাজবেন বলেই জানা গিয়েছে। আলিয়া ভাট, রণবীর কাপুর প্রমুখ আসবেন এই অনুষ্ঠানে।