নতুন উড়ানের জন্য প্রস্তুত করিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবু। প্রকাশ্যে এল তাঁদের নতুন ছবি ক্রুর ফাস্ট লুক। বিমানসেবিকার রূপে ধরা দিলেন তিন বলি নায়িকা। তিন অভিনেত্রীই এই ছবির ফার্স্ট লুক সকলের সঙ্গে ভাগ করে নেন।
ক্রু ছবির ফার্স্ট লুক
করিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবু নতুন উচ্চতায় পৌঁছনোর জন্য প্রস্তুত। বিমানসেবিকার বেশে তাঁদের দেখা মিলল ক্রু ছবিটির ফার্স্ট লুকে। সেখানে তিনি অভিনেত্রীকেই লাল ওভার কোট, সাদা শার্ট এবং মাথায় ছোট নীল টুপি পরে থাকতে দেখা গেল। সঙ্গে চুলটাকে সকলেই খোঁপা করে বেঁধে রেখেছেন।
আরও পড়ুন: স্ত্রী সন্তানদের সঙ্গে লন্ডনে সময় কাটানোই উদ্দেশ্য, এখনই দেশে ফিরছেন না বিরাট- রিপোর্ট
আরও পড়ুন: না ফেরার দেশে দঙ্গলের ববিতা, খবর পেয়েই সুহানির পরিবারের পাশে দাঁড়াতে ফরিদাবাদে ছুটে গেলেন আমির
এই ক্রু ছবিটির পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। জানা গিয়েছে রীতিমত রোলার কোস্টারের অভিজ্ঞতা পাওয়া যাবে এই ছবিতে। ক্রু ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এনে লেখা গিয়েছে 'স্টিল ইট, রিস্ক ইট, ফেক ইট।'
কৃতি শ্যানন এদিন তাঁর চরিত্রের লুকের পোস্টার পোস্ট করেন। সেখানে তাঁকে আদ্যোপান্ত একজন বিমানসেবিকা বলেই যেন মনে হচ্ছে। এই পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, 'চেক ইনের জন্য প্রস্তুত? এবার ক্রুর সঙ্গে উড়ে যাওয়ার পালা।' কৃতি শ্যানন এদিন তাঁর পোস্টে কপিল শর্মা, করিনা কাপুর, টাবু এবং দিলজিৎ দোসাঁঝকে মেনসন করেন। তিনি এটি পোস্ট করতেই সকলেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
ক্রু ছবিটি প্রসঙ্গে
এই ছবিটি আগামী মাসে মুক্তি পাচ্ছে অর্থাৎ মার্চের ২৯ তারিখে আসছে ক্রু। এখানে প্রধান ভূমিকায় দেখা যাবে করিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবুকে। অন্যান্য চরিত্রে আছেন দিলজিৎ দোসাঁঝ। ক্যামিও চরিত্রে দেখা মিলবে কপিল শর্মার।
ছবির গল্প আবর্তিত হবে তিন পরিশ্রমী বিমানসেবিকার জীবনকে ঘিরে। তাঁরা বিমানের সঙ্গে সঙ্গে নিজেরা কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যান বা যাচ্ছেন সেটাই দেখানো হবে ছবিতে। আর এই ক্রু ছবির মূল প্রশ্ন ওঁরা কি নিজেদের সঠিক পথ খুঁজে নিতে পারবেন?