বাংলা নিউজ > বায়োস্কোপ > Khela Hobe Song Abar Proloy: আবার প্রলয় ওয়েব সিরিজে ‘খেলা হবে’ আইটেম ডান্স রাখলেন তৃণমূলের রাজ, নাচ নুসরতের

Khela Hobe Song Abar Proloy: আবার প্রলয় ওয়েব সিরিজে ‘খেলা হবে’ আইটেম ডান্স রাখলেন তৃণমূলের রাজ, নাচ নুসরতের

‘আবার প্রলয়’ সিরিজে খেলা হবে আইটেম ডান্স। 

দু সপ্তাহ আগে মুক্তি পেয়েছিল আবার প্রলয়-এর ট্রেলার। এবার প্রকাশ্যে এল সিরিজের গান খেলা হবে। যদিও নেটপাড়ার দাবি পুষ্পার ‘ও আন্তাভা’ থেকে টুকে দিয়েছেন রাজ চক্রবর্তী। 

আগেই মুক্তি পেয়েছে আবার প্রলয়-এর ট্রেলার। এই ওয়েব সিরিজ দিয়েই ওটিটি-র দুনিয়ায় হাতেখড়ি হচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীর। আর সঙ্গে এই ওয়েব সিরিজে প্রযোজক হিসেবে প্রথম কাজ করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুক্রবার ৪ অগস্ট সিরিজের প্রথম গান ‘খেলা হবে’ শেয়ার করে নিলেন শুভশ্রী অন্তর্জালে।

২১-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের ভোটপ্রচারের হাতিয়ার ছিল এই ‘খেলা হবে’। এবার সেটা নিয়ে সোজা গান বানিয়ে ফেললেন তৃণমূলেরই ব্যারাকপুরের বিধায়ক, পরিচালক রাজ চক্রবর্তী। তাও আবার যেই সেই গান নয়, একেবারে আইটেম ডান্স। যাতে নাচলেন বাংলাদেশের নুসরত ফারিয়া। আরও পড়ুন: ‘জিৎ ইজ হান্ড্রেড পার্সেন্ট লাভ, দেব আমাকে খুব বকাঝকা করে’, অকপট রুক্মিণী

শুভশ্রী গানের ঝলক শেয়ার করে ইনস্টাগ্রামে লিখলেন, ‘বাংলা জুড়ে আগুন লাগাতে আসছে মেনকা! আপনারা তৈরি থাকুন “খেলা হবে"-র তালে পা মেলাতে, সঙ্গে থাকছে গৌরব!’

‘খেলা হবে’ গান নিয়ে যথেষ্ট উত্তেজনা চোখে পড়ল নেটপাড়ায়। একজন কমেন্টে লিখলেন, ‘ফাটিয়ে দিয়েছো গুরু’। আরেকজনের মন্তব্য, ‘এবার তো সত্যিই জমবে খেলা। পরেরবার ২১ জুলাইয়ের মঞ্চে দিদি ভুল করে এই গানটাই না আবার বাজিয়ে দেয়।’ তো আরেকজন লিখলেন, ‘পুষ্পা-র ও আন্তাভা-র কপি। রাজদা কি নিজে কিছুই ভাবতে পারে না এখনও?’ চতুর্থজনের কমেন্ট, ‘সিরিজের ট্রেলারটা ফাটাফাটি ছিল। ভেবেছিলাম কিছু ভালো কনটেন্ট দেখতে পারব বুঝি। ও মা এই গান সে ভুল ভেঙে দিল। কী সব লিরিক্স। আর সুর তো পুরোই টুকে দিয়েছে।’ আরও পড়ুন: মা অন্ত প্রাণ! হিরু জোহরের জন্য ব্রা কিনতে দোকানে যান করণ নিজেই

রাজ চক্রবর্তীর কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ছিল প্রলয়। এবার আসছে তারই সিক্যুয়েল। ১১ অগস্ট থেকে জি ফাইভে প্রিমিয়ার হবে এই ওয়েব সিরিজ। রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়ের, দেবাশিস মণ্ডল, জুন মালিয়া, পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, সায়নী ঘোষরা। প্রেমের ফাঁদে মেয়েদের ফাঁসিয়ে কীভাবে অচিরেই পাচার করা হচ্ছে তার হাড়হিম করা ঝলক ধরা পড়েছে ট্রেলারে। উওম্যান ট্রাফিকিং রুখতে বদ্ধপরিকর অনিমেষ দত্ত (শাশ্বত)। সুন্দরবনে নারী পাচার আটকাতে গিয়ে রুবেলের খুনের মামলাও আসবে অনিমেষ দত্তর হাতে, যার বিরুদ্ধে ছিল মেয়ে পাচারের অভিযোগ। এই খুনের পিছনে রয়েছে কে? সুন্দরবনের বাবা (ঋত্বিক) থেকে কানু হারাম*দা (গৌরব) সকলেই অনিমেষ দত্তর সন্দেহের তালিকায়, বাদ নেই প্রৌঢ় পরাণ বন্দ্যোপাধ্যায়ও।

বন্ধ করুন