বাংলা নিউজ > বায়োস্কোপ > Sudipa Chatterjee: ‘দিদি সোনা কেনার ক্ষমতা আপনার একার নেই, খালি শো-অফ’, ফের বিতর্কে সুদীপা!

Sudipa Chatterjee: ‘দিদি সোনা কেনার ক্ষমতা আপনার একার নেই, খালি শো-অফ’, ফের বিতর্কে সুদীপা!

ফের কটাক্ষের শিকার সুদীপা

Sudipa Chatterjee trolled: ফের সোশ্যাল মিডিয়ার রোষের মুখে সুদীপা। শাড়ি-গয়নার বিজ্ঞাপন নিয়ে বিদ্রুপের শিকার কেন হতে হল ‘রান্নাঘরের রানি’কে? 

ফুড ডেলিভারি বয়-দের নিয়ে বিতর্কিত মন্তব্য করে দিন কয়েক আগেই মহাফ্যাঁসাদে পড়েছিলেন ‘রান্নাঘরের রানি’। ফের নতুন বিতর্কে সুদীপা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় আজকাল পান থেকে চুন খসলেই সুদীপার দিকে রে রে করে তেড়ে আসছেন নেটিজেনরা। বুধবারও তেমনই ঘটল। শাড়ি-গয়নার ছবি পোস্ট করে তুমুল ট্রোলড হলেন সুদীপা।

প্রত্যেকবারের মতো এবারও ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন হয়েছিল সুদীপার বাড়িতে। সেখানে হাজির ছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণার মতো সেলেবরা। নবমীর দিন ঘন সবুজ তসর বেনারসিতে সেজেছিলেন সুদীপা। নিজের বুটিকের সেই শাড়ি এবং একইরকম গয়না চাইলে যে কেউ কিনতে পারবে এমনই ঘোষণা ফেসবুক পোস্টে দেন সুদীপা। সেই নিয়ে শুরু বিপত্তি।

বেশকিছু ছবি পোস্ট করে সুদীপা লেখেন, ‘আমার নবমী লুক অনেকেই পছন্দ করেছে, এবার আমি এই লুক তৈরি করব আপনাদের জন্য। যেটা হতে পারে দিওয়ালি লুক। একটি তসর বেনারসি শাড়ি ও সঙ্গে দুটো নেকলেসের সেট যেটা ব্রোঞ্জ ও তামা দিয়ে তৈরি, সোনার পালিশ (আমারটা যদিও সোনার, মাত্রাতিরিক্ত দামি)। তবে ডিজাইন ও মেকিং একই হবে কারণ দুটোই একই দক্ষিণ ভারতীয় কারিগরকে দিয়ে তৈরি হবে।’ সুদীপার এই পোস্ট অনেকেই ভালোভাবে নেননি। সুদীপার পোস্টের কমেন্ট বক্সে একজন লেখেন, ‘দিদি সোনা কেনবার ক্ষমতা আপনার একার নেই, সারাক্ষণ এমন দেখনদারির দরকার নেই’। আরেকজন লেখেন, ‘তা পুজোর সময় আপনি তো বেশ কিছু নকল গয়না পরেছিলেন, সেগুলো নিয়েও একটু কথা বলুন না’। এক নেটিজেন লেখেন, ‘সবাই তো আপনার মতো হঠাৎ করে বড়লোক হয়নি, তাই শো-অফের দরকার পড়ে না’। সুদীপার ‘নৈতিক শিক্ষার অভাব’ রয়েছে- এমন কথাও বলতে শোনা যায় অনেককে।

আসলে শাড়ি-গয়নার বিজ্ঞাপন দেওয়ার সময় নিজের গয়নাকে আসল সোনার এবং মাত্রারিক্ত দামি বলে উল্লেখ করেন সুদীপা, সেটার মধ্যে দিয়ে অন্য়কে হেয় করবার চেষ্টা করেছেন তিনি-এমনটাই ধারণা নেটদুনিয়ার একাংশের। পাশাপাশি অনেকেই সুদীপার বুটিকে তৈরি শাড়ির মাত্রাতিরিক্ত দামের প্রসঙ্গ তুলেও কটাক্ষ করেছেন।

মাঝে সোশ্যাল মিডিয়ায় গুজব রটেছিল রান্নাঘর থেকে নাকি বাদ পড়তে চলেছেন সুদীপা। সেই গুঞ্জন নস্যাৎ করে পুজোর আগেই সুদীপা জানিয়েছেন, 'আমি এই বিষয় গুলোকে বিশেষ গুরুত্ব দিতে চাই না। কারণ এই খবরের কোনও সত্যতা নেই। কোনও তথ্য সূত্র নেই। এমনকী আমার কাছে এই ধরণের কোনও খবর নেই। আর জি বাংলার তরফেও এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। আমার ধারণা তাঁদের কাছেও এ ধরণের কোনও খবর নেই। যাঁরা এই ধরণের ভুয়ো খবর প্রচার করছেন তাঁরা নিজেদের পাবলিসিটির জন্য করছেন।’

বায়োস্কোপ খবর

Latest News

‘‌প্রচুর বুথে পুনর্নির্বাচন হওয়া দরকার’‌, ভোট মিটতেই সুর চড়ালেন বিজেপি প্রার্থী রবিতে বাংলার ৩ জেলায় ঝড়-বৃষ্টি! বৃহস্পতি পর্যন্ত কবে ও কোথায় বর্ষণ? রইল তালিকা সন্দেশখালিতে TMC নেতার বাড়িতে মিলল বিপুল বিস্ফোরক, নিষ্ক্রিয় করতে পৌঁছল NSG কুয়ো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কালো সোনা, বাংলায় নতুন জায়গায় সন্ধান মিলল কয়লার মুর্শিদাবাদে রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, আদালতে রিপোর্ট দিয়ে দাবি রাজ্যের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? কদিন আগে ছেলের ‘প্রেম’ নিয়ে ওঠে প্রশ্ন! ‘আমি বাড়ি না থাকলে ও খুশি’, ফাঁস রচনার বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু চাঁদা তুলে খেলতে আসা ৩ লাখ মানুষের দেশ T20I-তে হারিয়ে দিল টেস্ট খেলিয়ে দেশকে রাজনৈতিক অভিসন্ধিতেই কি কলকাতায় আসে রাজারাম?‌ উত্তরে অনীহা ধৃত জঙ্গির

Latest IPL News

নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.