বক্সী পরিবারের বউমা হয়েছেন বলে কথা! মাথায় হাজারও দায়িত্ব। সঙ্গে রয়েছে ‘সোহাগ জল’ ধারাবাহিকের কাজ। এসব সামলে নতুন দম্পতি কবে যাবেন মধুচন্দ্রিমায়?
1/5সোমবার পয়লা মে মিস থেকে মিসেস হলেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের যুবনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সীর ছেলে সৌম্য বক্সীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। বিয়ে-রিসেপশনের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নতুন জুটির জন্য ভালোবাসা উজার করে দিয়েছেন ভক্তরা। (ছবি সৌজন্যে- বুলান ঘোষ)
2/5আপাতত রাজকীয় বিয়ে আর রিসেপশন দেখার পর অনুরাগী মনে প্রশ্ন হানিমুনে কোথায় যাবেন নব দম্পতি? এই সময়কে তা নিয়ে অভিনেত্রী জানালেন, এখনই হানিমুন হচ্ছে না। পুজোর পরে যাবেন ঘুরতে বরের সঙ্গে। আসলে সৌম্যর বাড়িতে বড় করে হয় কালীপুজো। আর তাই কালীপুজো মিটিয়েই যাবেন মধুচন্দ্রিমায়।
3/5সঙ্গে সুদীপ্তা আরও জানালেন, সৌম্যদের বাড়িতে অনেক নিয়ম। বরের গ্রামের বাড়িতে যেতে হবে বিয়ের পর। সেখানে দশভূজা আছে, তাঁর পুজো দেবেন। সত্যনারায়নের পুজোও হবে। ঘাটাল থেকে আরও কিছুদূর গেলে সৌম্য বক্সীর পৈত্রিক বাড়ি। সেখানেও রয়েছেন পরিবারের অনেক সদস্য। সকলের সঙ্গে সময় কাটানো নিয়েও তাই উত্তেজিত সুদীপ্তা।
4/5তবে সমস্যা হল ছুটি নিয়ে। আসলে বেশ রমরমিয়েই চলছে সুদীপ্তার সোহাগ জল ধারাবাহিক। সেখানে খলনায়িকা হলেও আপাতত তাঁকে নিয়ে ট্র্যাকই চলছে। দেখানো হচ্ছে সবেমাত্র মা হয়েছেন ‘বেণী’। এদিকে ছুটিয়ে নেওয়া ৯-১০ মে অবধি। শ্বশুরবাড়ির সঙ্গে যে সামলাতে হবে নিজের বাড়ির অষ্টমঙ্গলাও।
5/5তিন বছরের প্রেম ছিল সুদীপ্তা আর সৌম্যর। বছর দেড়েক আগে সোশ্যাল মিডিয়ায় প্রথম সম্পর্কে শিলমোহর দিয়েছিলেন তিনি। হবু বরের সঙ্গে সেই সময় প্রেমমাখা ছবিও শেয়ার করে নিতেন। আপাতত সুখের সংসারের পথ চলা শুরু করেছেন দম্পতি। নতুন জীবনের জন্য ভালোবাসা আর শুভেচ্ছা পেয়েছেন কাছের মানুষ আর অনুরাগীদের থেকে।