সুদীপ্তার নতুন সেলফি সামাজিক মাধ্যমে। কালো পোশাকে গালে গোলাপি আভা, বিয়ের পরবর্তী জীবন চুটিয়ে উপভোগ করছেন সোহাগ জলের বেণী। দেখুন ছবি-
1/5১ মে বিয়ের পিঁড়িতে বসেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের যুবনেতা সৌম্য বক্সী। বিয়ের পর্ব মিটতেই ইনস্টাগ্রামে বরের সঙ্গে এই মিষ্টি ছবি পোস্ট করে সুদীপ্তা লিখেছিলেন, ‘আমার সব হাসির শুরুটা তুমি…’। দেখতে দেখতে বিয়ের ১৯ দিন কেটে গিয়েছে। তবে এই বিয়ে নিয়ে অনুরাগীদের উৎসাহে যেন এখনও ভাঁটা পড়ছে না। সোহাগ জলের বেণী বৌদি-র খোঁজ খবর নিতে এখনও ঢুঁ মারছেন অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। (ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম/সুদীপ্তা)
2/5বিবাহিত জীবন চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। এর আগে তাঁর আলুথালু চুলে, সিঁথি সিঁদুরে রাঙানো সেলফি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। গোলাপি শাড়ি পরা ছবিতে মুগ্ধ হয়েছিল তাঁর অনুরাগীরা। এবার মিসেস বক্সী দেখা দিলেন কালো পোশাকে।
3/5হাসিতে যেন মুক্ত ঝরছে। চার বছরের প্রেম পূর্ণতা পেয়েছে বিয়েতে, তাঁর ছাপ যেন ফুটে উঠেছে নায়িকার চোখে-মুখে। ব্লাশে রাঙানো গালে লজ্জা মাখানো হাসি। সিঁথিতে সিঁদুর। বিয়ের পর নিজের নামও বদলে ফেলেছেন। বন্দ্যোপাধ্যায় সরিয়ে আজকাল ব্যবহার করছেন বক্সী পদবি।
4/5বিয়ের পর বরের সঙ্গে এই সেলফিটিও শেয়ার করে নিয়েছিলেন মিসেস বক্সী ইনস্টাগ্রামে। খুব সম্ভবত সৌম্য-সুদীপ্তার অষ্টমঙ্গলায় যাওয়ার মুহূর্ত ছিল এটি। বিয়ের পর এখনও কাজে ফেরেননি। যদিও হানিমুনের প্ল্যানটা পিছিয়েই দিয়েছেন কাজের চাপে। কারণ খুব জলদি কাজে ফিরতে হবে সুদীপ্তাকে। এদিকে সৌম্যও ব্যস্ত হয়ে পড়বেন পুরসভা ভোটের কাজে। তাই মধুচন্দ্রিমাটা হবে কালীপুজোর পরেই, এমনটাই জানিয়েছেন কর্তা-গিন্নি।
5/5এক বিজয়া সম্মেলনীতে দেখা হয়েছিল প্রথম তাঁদের। তারপর সেই আলাপ গড়ায় বন্ধুত্বে। তবে বিয়ের পর কিন্তু শুধু বর নয়, শ্বশুরবাড়ির প্রেমেও হাবুডুবু খাচ্ছেন ছোট পরদার বেণী। এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, ‘শ্বশুর মশাই, আমার মাম্মাম (শাশুড়ি), আমার ননদ- সকলের থেকে এতো ভালোবাসা পাচ্ছি, আমি সত্যি সৌভগ্যবতী।’