‘দ্য কপিল শর্মা’ শো থেকেই তাঁদের আলাপ। সেখানেই প্রেমে পড়েন 'কমেডিয়ান' সুগন্ধা মিশ্র ও সঙ্কেত ভোসলে। করোনা আবহে ২০২১-এ পরিণতি পেয়েছিল তাঁদের সেই সম্পর্ক। এবার বাবা-মা হতে চলেছেন সঙ্কেত ও সুগন্ধা।
মা-বাবা হওয়ার সুখবর জানিয়ে সুগন্ধা মিশ্র ও সঙ্কেতভোসলে তাঁদের যৌথ পোস্টে বলেন, ‘সেরা সময় এখনও আসতে এখনও বাকি... .আমাদের নতুন সংযোজনের জন্য অপেক্ষা আর সইছে না। দয়া করে আপনাদের ভালবাসা এবং আশীর্বাদ বজায় রাখুন।’ তারা ক্যাপশনে 'বেবি অন দ্য ওয়ে', 'ব্লেসড' এবং 'আমরা গর্ভবতী' এর মতো বেশ কয়েকটি হ্যাশট্যাগে তাঁরা পোস্টটি করেন।
সুগন্ধা ও সঙ্কেতের পোস্টের কমেন্টে আকৃতি কক্কর লিখেছেন, ‘ভীষণ সুন্দর অভিনন্দন এবং আপনাদের প্রতি আমাদের সমস্ত ভালবাসা রইল। অভিনেতা হিতেন তেজওয়ানি লিখেছেন, ’অভিনন্দন বন্ধুরা... ধন্য থাকুন,' কমেডিয়ান ভারতী সিং মন্তব্য করেছেন, ‘অভিনন্দন প্রিয়। ঈশ্বর তোমার মঙ্গল করুক'। এছাড়াও ‘অভিনন্দন’ লিখে ভালোবাসা পাঠিয়েছেন অভিনেত্রী টাবু। নতুন মা গওহর খানও লিখেছেন, ‘অনেক অনেক অভিনন্দন। ঈশ্বর মঙ্গল করুন।’ পাশাপাশি, সুনয়না ফজদার, আলিম হাকিম এবং রিধিমা পন্ডিত সহ অন্যান্য সেলিব্রিটিরা এই দম্পতিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
প্রসঙ্গত, সুগন্ধা ও সঙ্কেত ‘দ্য কপিল শর্মা শো’তে একসঙ্গে নিজেদের পথচলা শুরু করেন। কপিলের শোয়ে লতা মঙ্গেশকরের গলা নকল করে আলোচনায় উঠে এসেছিলেন সুগন্ধা। কঙ্গনা রানাওয়াতকেও নকল করতে দেখা যায় তাঁকে। একে অপরের প্রেমে পড়ার পর, দুজনে ২৬ এপ্রিল, ২০২১-এ জলন্ধরে গাঁটছড়া বাঁধেন। যদিও ২০২০ সালেই তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। তবে মহামারীর কারণে তাঁদের সেই বিয়ে স্থগিত রাখা হয়েছিল।