‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ বানিয়েছেন দেব। আর সৃজিত মুখোপাধ্যায় বানিয়েছেন সিরিজ। সিরিজ ও সিনেমার মধ্যে সেরা কোনটা? এনিয়ে তর্ক আলোচনা ছিলই। এমনও শোনা গিয়েছিল ব্যোমকেশ করা নিয়ে নাকি দেব আর সৃজিতের মধ্যে হালকা মন কষাকষিও নাকি রয়েছে। তবে কোথায় কী! ‘সে গুড়ে বালি’। সমস্ত গুঞ্জনের জবাব দিয়ে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র ট্রেলার লঞ্চে একই মঞ্চে হাজির হয়েছিলেন দুই ব্যোমকেশ, দুই সত্যবতী এবং দুই পরিচালক। দেব জানিয়েছিলেন তিনি বিতর্ক চান না, তাঁরা আসলে 'একটাই পরিবার'।
তবে দেব যাই বলুন না কেন, তাঁর মিষ্টি কথায় মন গলেনি অনেকেরই। তাই দেবের 'পরিবার' মন্তব্য একটু অন্যভাবে প্রশ্ন তুললেন বাচিকশিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। ফেসবুকে নিজের বক্তব্য স্পষ্ট করে সুজয় প্রসাদ যে কথাগুলি তুলে ধরেছেন, তাতে তিনি সাংসদ, অভিনেতা, প্রযোজককে হালকা খোঁচা দিয়েছেন বলেই মনে করছেন নেট নাগরিকরা।
ঠিক কী লিখেছেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়?
বাচিকশিল্পী লেখেন, ‘একটি সাংবাদিক সম্মেলনে অভিনেতা দেব খুব সুন্দর করে বললেন যে ব্যোমকেশ নিয়ে তারা সবাইকে একত্রে আনতে পারলে ইন্ডাস্ট্রির লাভ এবং আসলে সবাই একটা গোটা পরিবার। এই দর্শনকে সাধুবাদ জানাই। তবে আসল কথাটা হলো বাণিজ্য পরিবার তন্ত্রের উপর নির্ভরশীল নয়। আর শিল্পী নির্বাচন সত্যিই বড় পরিবার ঘেঁষা। সেখানে অডিশন নেই। নিজের শিল্পী সত্তার নির্ণায়ক যদি আমার স্বজনের প্রযোজনা সংস্থা হয়, তাহলে গোটা Identity Politics টাই মাটি। যারা ভাবছেন যে আমার এই পোস্টে একটা হালকা আঙুর ফল টক্ আছে, তারা ভালোবাসা নেবেন।’
আরও পড়ুন-নুসরতের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, মুখ খুললেন অভিনেতা স্বামী যশ দাশগুপ্ত
আরও পড়ুন-নীতীন দেশাইয়ের মৃত্যুর রেশ কাটেনি, এবার রাস্তা থেকে মিলল জনপ্রিয় অভিনেতার দেহ
সুজয় প্রসাদের এই বক্তব্যে সহমত প্রকাশ করেছেন বহু নেটনাগরিক। কেউ লিখেছেন, ‘ব্যোমকেশ কে এরকম ভাবে লেবু চটকানোর মতো করে কি না তেতো করলে এ নয়? বাংলা সাহিত্যে গল্পের অভাব নেই তাও সবার এনাকে ই চাই এবং একই গল্প নিয়ে টানাটানি। প্রতি ভালোবাসা জানালাম’। কেউ লিখেছেন, ‘একেবারে সঠিক পর্যবেক্ষণ। অন্তত কেউ সত্য বলার সাহস দেখিয়েছেন।’ কারোর মন্তব্য, ‘আপনাকে অসংখ্য ধন্যবাদ, সত্যটা তুলে ধরার জন্য. . . . এই যে তথাকথিত পরিবারটি একে অপরের পিঠ চুলকে বেঁচে আছে. . . আপনি মোটামুটি প্রথম সারির হয়েও মুখটা খুলেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ’। কেউ বলেছেন, ‘সত্যিটা টক হলেও সত্যি...…আপনাকে ধন্যবাদ সত্যিটা বলার জন্য’।
প্রসঙ্গত, দেবের প্রযোজনা সংস্থার প্রতিটি ছবিতে দেবের নিজেই নায়ক, আ নায়িকা সেই রুক্মিণী মৈত্র। সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় স্পষ্ট করে না বললেও তিনি যে সেবিষয়টির দিকেই ইঙ্গিত করেছেন তা বুঝে নিচে অসুবিধা হয়না বলে মনে করছেন নেটনাগরিকরা।