সন্ধ্যাতারা, ইচ্ছে পুতুলের পর টেলিপাড়ার আরও এক মেগা সিরিয়ালের ঝাঁপ বন্ধ হল। জনপ্রিয় নায়িকাও বদল আনতে পারল না চ্যানেল ও সিরিয়ালের ভাগ্যের, মাত্র ৯ মাসেই শেষ হল সান বাংলার রূপ সাগরে মনের মানুষ! হ্যাঁ, রবিবার শেষদিনের শ্যুটিং হয়ে গেল রুকমা রায় অভিনীত এই মেগার।
কিছুদিন আগেই শেষ হয়েছে সান বাংলার ‘ফাগুনের মোহনায়’। এক সপ্তাহ যেতে না যেতেই এবার মাথায় বাজ ‘রূপ সাগরে মনের মানুষ’-এর ভক্তদের। রুকমা রায় অভিনীত এই মেগা শুরু হয়েছিল গত বছর জুলাই মাসে। শুরু থেকেই আলোচনার কেন্দ্রে থেকেছে এই সিরিয়াল। রুকমার বিপরীতে ‘কালো’ ‘মোটা’ নায়ককে নিয়ে শুরু থেকেই নেটিজেনদের অনেকে নাক সিঁটকে ছিলেন, দেবায়ন ভট্টাচার্যকে ঘিরে আপত্তি ছিল রুকমা ভক্তদেরই একাংশের।
যদিও সিরিয়াল শুরুর পর রুকমা-দেবায়নের রসায়ন মনে ধরেছিল। কিন্তু গত নভেম্বরে গল্পে আসে বড় টুইস্ট। টিআরপি তালিকায় চমক দেখাতে গল্পে এন্ট্রি হয় হ্য়ান্ডসাম নায়কের। সায়ন মুখোপাধ্যায় ডাক্তার উজান হয়ে পূর্ণার জীবনে আসেন। এরপর পূর্ণা-রূপের গল্প বদলে হয়ে যায় পূর্ণা-উজানের প্রেম কাহিনি। কিন্তু বছর ঘুরতেই ইতি পড়ল সেই গল্পে।
এই সিরিয়ালে রুকমার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অঞ্জনা বসুকে। শেষদিনের শ্যুটিংয়ে চোখে জল সবার। রুকমাকে বলত শোনা গেল, ‘আমি যেহেতু হিরোইন অনেকটা সময় আমি এখানে কাটিয়েছে। কত শরীর খারাপ, এই মেকআপ রুমে খাওয়া-দাওয়া সব চলেছে। অনেক স্মৃতি…’। গলা ধরে আসে রুকমার।
সান টিভির জনপ্রিয় তেলেগু সিরিয়ালের রিমেক এই রূপসাগরে মনের মানুষ। যেখানে গল্পের মূল বিষয়ই হল ভালোবাসা সৌন্দর্যের মাপকাঠিতে আটকে থাকে না। এই ‘অসম প্রেম’ বাংলা টেলিভিশনে সেভাবে সাড়া ফেলতে ব্যর্থ। ‘দেশের মাটি’র মাম্পি হিসাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন রুকমা। তবে জি বাংলার ‘লালকুঠি’তে রাজা-মাম্পি জুটি (রাহুল-রুকমা) সেভাবে সাড়া ফেলতে পারেনি। অকালে শেষ হয়েছিল সেই মেগা।
এরপর এসভিএফের এই মেগার হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছিলেন রুকমা। শ্যুটিং শেষ হলেও আগামী দু-সপ্তাহ টিভির পর্দায় রুকমা-সায়নদের দেখবে দর্শক। ১লা এপ্রিল থেকে সান বাংলায় রাত ৮.৩০টার স্লটে আসছে ‘কনস্টেবল মঞ্জু’।
রসুলপুর থানার কনস্টেবল মঞ্জুর চরিত্রে দেখা যাবে দিয়া বসুকে, তাঁর বিপরীতে থাকছেন শুভ্রজিৎ সাহা। এর আগে ‘রাখি বন্ধন’, ‘নয়নতারা’ মতো সিরিয়ালে দেখা মিলেছে শুভ্রজিৎ-এর।