Bigg Boss-এর কারণে এই মুহূর্তে বেশ চর্চায় আছেন প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন মান্নারা চোপড়া। এবার তিনি Bigg Boss-এর অন্যতম প্রতিযোগী। মান্নারাকে নিয়ে আলোচনা চলছেই। যদিও আবার Bigg Boss-এর ঘরে দিদি প্রিয়াঙ্কা, পরিণীতির বোন বলে সম্বোধন করলে বেশ বিরক্ত হচ্ছেন মান্নারা। তবে তারপরেও বোনের হয়ে সুর চড়াতে দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়াকে। প্রকাশ্যেই প্রিয়াঙ্কা বললেন, 'মেরে হতে হুয়ে উনসে কোয়ি পাঙ্গা মত লেনা'।
হঠাৎ মান্নারা চোপড়ার হয়ে এমন কথা কেন বললেন প্রিয়াঙ্কা?
আজ্ঞে নাহ। আসলে ভিডিয়োটি বেশ পুরনো। খুব সম্ভবত, মান্নারা যখন সবেমাত্র কেরিয়ার শুরু করেছিলেন, ভিডিয়োটি তখনকার। যেখানে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রিতে আপনার কোনও 'গড ফাদার' ছিল না, তো এখন আপনি ইন্ডাস্ট্রিতে আছেন। মান্নারা কি তবে ‘গড মাদার’ পাবেন? এর উত্তরেই প্রিয়াঙ্কা চোপড়া বলেন, মেরে হতে হুয়ে উনসে কোয়ি পাঙ্গা মত লেনা'। প্রিয়াঙ্কা বলেন, ‘একথা শুধু মান্নারার জন্য নয়, আমি আমার পুরো পরিবারের জন্য বলতে চাই।’ অর্থাৎ তাঁর পরিবার জন্য সবসময় ঢাল হয়ে থাকতে চান প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা বলেন, মান্নারা আমার ছোট বোন, আমি ওঁর জন্য গর্বিত। একথা বলে বোনকে জড়িয়েও ধরেন প্রিয়াঙ্কা চোপড়া।
আরও পড়ুন-একের পর এক অসুস্থতা, পাশে ঢাল হয়ে শ্বেতা, ঘর বাঁধছেন কবে? জানালেন রুবেল
প্রিয়াঙ্কা আরও বলেন, ‘পরিণীতিও আমার বোন, ওকে এখন আপনারা সকলেই চেনেন, ও এখন তারকা। কিছুদিন পর মান্নারাকেও আপনারা চিনবেন, তখন ওকেও আমার পরিচিতির প্রয়োজন হবে না।’ এরপর মান্নারা চোপড়াও প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরেন, চুমুও খান। মান্নারা ও প্রিয়াঙ্কার পুরনো এই ভিডিয়োটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে।
এই ভিডিয়োর নিচেও বহু নেটিজেন নানান মন্তব্য করেছেন। একজন প্রশ্ন করেছেন, ‘এতই যদি ভাব তাহলে বিগ বসের ঘরে উনি প্রিয়াঙ্কা, পরিণীতির নামে এত রেগে কেন যান?’ এক ব্যক্তি আবার মনে করিয়েছেন, ‘উনি যতই রাগ দেখান, মান্নারা আসলে প্রিয়াঙ্কা, পরিণীতির নামেই পরিচিতি পেতে চান। আর তাই ওঁর পদবী হান্ডা হওয়া সত্ত্বেও বদলে চোপড়া করে নিয়েছেন।’ প্রসঙ্গত, মান্নারা চোপড়া আসলে প্রিয়াঙ্কা ও পরিণীতির পিসির মেয়ে। আর বিয়ের পর পিসির পদবী হান্ডা। সেকারণেই মান্নারারও আসল পদবী হান্ডা। তবে মান্নারা সেটা বদলে চোপড়া করে নিয়েছেন।
এদিকে Bigg Boss-17র ঘরে মান্নারা চোপড়ার সঙ্গে মুনাওয়ার ফারুকীর রসায়ন লোকজন বেশ পছন্দ করছেন। আবার প্রায়দিনই মান্নারাকে অঙ্কিতা লোখান্ডের সঙ্গে ঝগড়া করতে দেখা যাচ্ছে।