এ তো অবিকল অরিজিৎ সিং! শিলিগুড়ির ছেলে শুভ সূত্রধরের গান শুনলে অনেকেই এমন কথাই বলে ওঠেন। দেশের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো সুপার সিঙ্গার সিজন ৩-র অডিশন পর্বে শুভর গান শুনে কয়েক মিনিটের জন্য় থমকে গিয়েছিল সকলে। গিটার হাতে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’র ‘ভে কমলেয়া’ গান গেয়ে চলেছে এই কিশোর, তাঁর কন্ঠের জাদুতে বুঁদ সবাই।
সুপার সিঙ্গারের ফাইনাল অডিশনে ফের একবার নিজের সুরের মূর্ছনায় সবার মন কাড়তে তৈরি শুভ। সামনে এল সেই ঝলক। দ্বিতীয় দফাতেও শুভর গলাতে শোনা যাবে বাংলার ছেলে অরিজিতের গান। ‘ভে কমলেয়া’র পর এবার ‘কেশরিয়া’। তবে সবচেয়ে উল্লেখ্য ব্যাপার হল এই গানটি শুভকে গাইতে অনুরোধ করেছেন স্বয়ং মিউজিক কম্পোজার প্রীতম চক্রবর্তী। শুভর কন্ঠে ভে কমলেয়া শুনে এতটাই মুগ্ধ প্রীতম, যে অরিজিতের ‘কেশরিয়া’ শুভর গলায় শুনতে চেয়েছেন প্রীতম, সুপার জাজ নেহা কক্কর একথা ফাঁস করেন। উল্লেখ্য দুটো গানেরই কম্পোজর প্রীতম নিজে।
সেরা ১৫-র লড়াইয়ে জায়গা দখলের জন্য শুভর এই পারফরম্যান্স প্রশংসনীয়। সুপার জাজ নেহা তাঁর গানের ভক্ত। তাঁকে বলত শোনা গেল, ‘তুমি তো এখনই তৈরি মাইকের পিছনে (প্লে-ব্যাক) দাঁড়ানোর জন্য, গান রেকর্ড করার জন্য। তোমার কন্ঠ খুব সুন্দর’।
শুভ সূত্রধরের অডিশন রাউন্ডের গান জনতার পাশাপাশি ইমপ্রেস করেছে পরিচালক করণ জোহরকেও। শুভর গানের ভিডিয়ো নিজের ইনস্টায় শেয়ার করে করণ জোহর দু-দিন আগেই লিখেছিলেন, ‘ভে কমলেয়া আমার প্রিয় গান রকি-রানির’। সেই গানের ভিডিয়োর কমেন্ট বক্সে বেনি দয়ালের মতো গায়ক লেখেন, ‘আরেক অরিজিৎ সিং’।
নেটিজেনরা অরিজিতের সঙ্গে তুলনায় ভরিয়ে দিয়েছেন শুভকে। একজন লেখেন, ‘খুদে অরিজিত, অসাধারণ গায়ক’। আরেক জন লেখেন, ‘তোমার গলায় অরিজিত স্যারের ছোঁয়া আছে’। তবে অনেকেই এখনই অরিজিতের সঙ্গে তুলনা টেনে শুভর উপর অতিরিক্ত চাপ তৈরিতে অনীহা প্রকাশ করেন। অরিজিৎ ভক্তদের সাফ কথা, ‘অরিজিৎ সিং একজনই। তবে শুভ দুর্দান্ত গাইছে’।
সুপার সিঙ্গারে ক্যাপ্টেনের আসনে রয়েছেন অরুণিতা কাঞ্জিলাল, পবনদীপ রাজন, মহম্মদ দানিশ, সলমন আলি এবং সায়ালি কাম্বলে। শো সঞ্চালনায় হর্ষ লিম্বোচিয়া। চূড়ান্ত পর্বের অডিশনে নিজের জায়গা পাকা করতে পারবে ইন্টারনেট সেনসেশন শুভ ওরফে খুদে অরিজিৎ? উত্তর মিলবে রবিবার রাতের এপিসোডে।