বাংলা নিউজ > বায়োস্কোপ > স্কুলের ছটফটে ছেলেটা যে এমন করবে, কিছুতেই বিশ্বাস হচ্ছে না সুশান্তের শিক্ষকদের

স্কুলের ছটফটে ছেলেটা যে এমন করবে, কিছুতেই বিশ্বাস হচ্ছে না সুশান্তের শিক্ষকদের

সেন্ট ক্যারেন'স হাই স্কুলের সহপাঠীদের সঙ্গে ছাত্র সুশান্ত (বাঁ দিকে, সবার পিছনে)। শিক্ষকদের জীবনে শূন্যতা তৈরি করেছে প্রিয় ছাত্রের অকালপ্রয়াণ।

ছোট থেকেই সুশান্তকে এক উজ্জ্বল ছাত্র হিসেবে মনে রেখেছেন স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকরা।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকাহত ও স্তম্ভিত পটনায় তাঁর শৈশবের স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকরা। তাঁর আত্মহত্যায় এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে তাঁদের জীবনে।

২০০১ সালে পটনার সেন্ট ক্যারেন’স হাই স্কুল থেকে পাশ করে বের হন সুশান্ত সিং রাজপুত। ছোট থেকেই তাঁকে এক উজ্জ্বল ছাত্র হিসেবে মনে রেখেছেন স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকরা। 

ভিড়ের মধ্যে একনজরেই তাঁকে আলাদা করে চিনে নেওয়া যেত বলে দাবি শিক্ষকদের। শুধু নিজে মেধাবী হয়েই ক্ষান্ত হননি তিনি, পাশাপাশি সহপাঠীদের উদ্বুদ্ধ করতেও সুশান্ত অনবদ্য ভূমিকা পালন করতেন বলে স্মৃতিচারণ করছেন শিক্ষকবৃন্দ। 

ছাত্র সুশান্তকে এখনও খুব ভালো করেই মনে রেখেছেন স্কুলের বর্তমান অধ্যক্ষ সেই সময়কার সহ-অধ্যক্ষ সীমা সিং। রবিবার সকালে প্রিয় ছাত্রের আত্মঘাতী হওয়ার খবরে ভেঙে পড়েছেন তিনি। স্মৃতি রোমন্থন করে জানালেন, ‘এখনও বিশ্বাস হচ্ছে না যে ও আর নেই। সব সময় হাসিখুশি থাকত আর পড়াশোনার সঙ্গে খেলাধুলোতেও খুব ভালো ছিল। কোনও কিছুতে সহজে হাল ছাড়ার ছেলে ও ছিল না।’

অধ্যক্ষ জানিয়েছেন, ছাত্রদের এখনও সুশান্তের উদাহরণ দেন। ‘সেন্ট ক্যারেন’স-এর ছাত্রদের জন্য উদাহরণ গড়ে দিয়েছিল সুশান্ত। বড় স্বপ্ন দেখতে ও উদ্বুদ্ধ করত চিরদিন। অসম্ভবকে সম্ভব করার গুণ ছিল ওর মধ্যে। এই অভাব অপূরণীয়।’

সুশান্তের প্রাক্তন হিন্দির শিক্ষিকা সুনীতি বাহাদুর বলেন, ‘আমি সুশান্তকে নবম ও দশম শ্রেণিতে পড়িয়েছি। ভাবতেই পারছি না, যে ছেলেটা সবাইকে হাসাত আর মনে জোর এনে দিত, সে এ রকম কিছু করেছে।’ 

সেন্ট ক্যারেন’স-এর আর এক প্রাক্তন ছাত্রী, যিনিও বলিউডে পা রেখেছেন সুপার ৩০ ছবির সুবাদে, সেই দীপালি গৌতম বলেন, ‘এ আমার ব্যক্তিগত ক্ষতি। সব সময় ওকে সম্মান করতাম আর ওর পদাঙ্ক অনুসরণ করতাম। যখন ভেঙে পড়েছি, ওর কথা ভেবেই মনে জোর এনে আবার লড়াইয়ের শক্তি সঞ্চয় করেছি।’

তিনি জানিয়েছেন, ‘যখন বলিউডে প্রথম পা রাখি, শুধু ওর স্কুলে পড়েছি বলেই ওর পরিচিত সেলেবরা আমায় গুরুত্ব দিয়েছেন।’

দীপালি জানিয়েছেন, ছবির শ্যুটিংয়ের সুবাদে একবার এক অনুষ্ঠানে সুশান্তের সঙ্গে তাঁর দেখা হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সময়ের অভাবে সুশান্ত আসতে পারেননি। যদিও সেই অনুষ্ঠানের আয়োজক পরে তাঁর সঙ্গে সুশান্তের দেখা করিয়ে দেবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু সেই দিন আর কখনও আসবে না।’ কথা শেষ করার আগেই কেঁদে ফেলেন দীপালি। 

প্রিয় ছাত্রকে হারানোর পরে বর্তমান ছাত্রদের এমন হঠকারি পদক্ষেপ করতে বার বার নিষেধ করছেন সীমা সিং। অধ্যক্ষ বলেন, ‘হাসিমুখের পিছনে মানুষের আসল আবেগের হদিশ পাওয়া যায় না। নিজের জীবন শেষ করে দেওয়ার আগে প্রত্যেকের ভাবা উচিত, তাঁর অভাব আজীবন এক গভীর শোক তৈরি করবে তাঁর আত্মীয়-বন্ধুদের হৃদয়ে। নবীন ছাত্রছাত্রীদের এই কথা মনে রেখে উপলব্ধি করা উচিত, জীবন অমূল্য। সমস্যার সঙ্গে একা লড়াই না করে তা ঘনিষ্ঠদের সঙ্গে ভাগ করে নেওয়া দরকার। পরিবার ও বন্ধুদের কাছে মনের কথা খুলে বলা প্রয়োজন। আমরা একসঙ্গে অনেক বাধার বিরুদ্ধে লড়তে পারি।’

জাতীয় অপরাধ খতিয়ান ব্যুরোর হিসেব অনুযায়ী, ২০১৮ সালে ভারতে মোট ১,৩৪,৫১৬ জন আত্মঘাতী হন, যা ২০১৭ সালের তুলনায় ৩.৬% বেশি। 

বায়োস্কোপ খবর

Latest News

ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো শনিবারে এই কাজগুলি করেন না তো? শনিদেবের ক্রোধে আপনার সর্বনাশ হতে পারে নির্বাচনী পরীক্ষায় 'লেটার' পেল ত্রিপুরা, টেনেটুনে পাশ করল উত্তরপ্রদেশ ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স কাজলের ‘না বলা’ ক্রাশ ছিল অক্ষয়! এবার লন্ডনে একসঙ্গে পার্টি আরভ আর নাইসার আন্তর্জাতিক রুটে ডানা মেলতে ৩০টি নতুন A350-900 বিমান কিনছে ভারতের উড়ান সংস্থা ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল বুমরাহের থেকে পার্পল ক্যাপ দখল হর্ষালের, কমলা টুপির লড়াইয়ে দুইয়ে উঠলেন নারিন রেকর্ড যাত্রী, এসি কামরায় 'টিকিটবিহীনদের ভিড়', বিয়ের সানাইতে কান ঝালাপালা রেলের মাতৃত্বকালীনের সাথে ২ বছরের চাইল্ড কেয়ার ছুটি কি প্রাপ্য মহিলাদের? যা বলল SC

Latest IPL News

ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.