নামটা ইরফান খান। অভিনেতা হিসাবে তাঁর সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। তবে ইরফান আর নেই, সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরফানকে নিয়ে কথা বলার সময় আবেগতাড়িত হয়ে পড়েন ওঁর স্ত্রী সুতপা শিকদার।
সুতপার কথায়, ইরফান তাঁর কাছে স্বামী নন, তাঁর থেকে অনেক বেশি কিছু ছিলেন। বলেন, ‘আমরা সবকিছু নিয়ে আলোচনা করেছি। আসলে আমাদের বিয়েটা বিয়ে ছিল না, এটা ছিল মনের মিলন, একটা অংশীদারিত্ব, আমরা অনেক বেশি বন্ধুর মতো ছিলাম। আমরা বন্ধু হিসাবেই পথ চলা শুরু করেছি, ওঁর শেষ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত আমরা বন্ধুই ছিলাম।’ ইরফানের বাঙালি বউ সুতপা বলেন, ‘বলিউডের ইরফানের বন্ধুরা আমায় ভাবিজি বলে ডাকলে আমার ভীষণ অস্বস্তি হত, কারণ, আমি ঠিক তথাকথিত ভাবিজি ছিলাম না।’

সুতপা-ইরফান
ইরফান আর নেই, তবে অভিনেতা হিসাবে কেরিয়ার শুরু করেছেন ইরফান পুত্র বাবিল। ছেলে বাবিলকে যখন ইরফানের পুরনো টিম (মেকআপ, হেয়ার)ই শ্যুটিংয়ের জন্য তৈরি করছিল, সেই মুহূর্তটা তাঁর কাছে ভীষণই আবেগঘন ছিল বলে মন্তব্য করছেন সুতপা। তাঁর কথায়, ‘সেই একই মেকআপ, হেয়ার ড্রেসারের দল, বাবিল একই পোশাক পরেছিল, প্রথম দিনের শ্যুটিংয়ের জন্য, আমি সহ্য করতে পারিনি। ওই সময়টা আমার কাছে ভীষণই কষ্টদায়ক ছিল।’

মা সুতপার সঙ্গে ছোট্ট বাবিল, ছবি তুলছেন ইরফান
প্রসঙ্গত, ‘কালা’ সিনেমায় অভিনয়ের জন্য আইফা অ্যাওয়ার্ডস ২০২৩-সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতেছিলেন ইরফান পুত্র বাবিল খান। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতাপা শিকদার নিজেও। বাবা ইরফানের সঙ্গে কাটানো তাঁর প্রিয় স্মৃতি কী? এমন প্রশ্ন সেদিন বাবিল বলেছিলেন, ‘আমি বড় হয়ে ওঠার পর আমার সে অর্থে আর কোনও বন্ধু ছিল না, বাবাই ছিলেন বন্ধু। বাবার সঙ্গে কাটানো সমস্ত হাসির মুহূর্তগুলিই আমার প্রিয় স্মৃতি।’