বলিউড অভিনেত্রী গায়ত্রী জোশী, যাকে শাহরুখ খান-অভিনীত স্বদেশে দেখা গিয়েছিল, মুখোমুখি হলেন এক বড় দুর্ঘটনার। স্বামী বিকাশ ওবেরয়ের সঙ্গে ইতালিতে ভ্রমণ করার সময়, গাড়ি দুর্ঘটনায় কবলে পড়লেন তাঁরা। জানা যাচ্ছে, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে।
দ্য ফ্রি প্রেস জার্নাল অনুসারে, গায়ত্রী জানিয়েছেন, ‘বিকাশ এবং আমি ইতালিতে আছি। আমরা এখানে একটি দুর্ঘটনার মুখোমুখি হই (একাধিক গাড়ির সংঘর্ষ)। ঈশ্বরের কৃপায়, আমরা দুজনেই একদম ভালো আছি। ল্যাম্বরগিনি এবং ফেরারি-সহ বেশ কয়েকটি গাড়ি একই সঙ্গে ক্যাম্পার ভ্যানটিকে ওভারটেক করার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে।’
জাুনা যাচ্ছে, ফেরারিটিতে আগুন ধরে যায়। ভিতরে সুইস দম্পতি মেলিসা ক্রাউটলি (৬৩) এবং মার্কাস ক্রাউতলি (৬৭) ছিলেন। তাঁরা দুজনেই মারা যান। দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শাহরুখ খানের নায়িকা হয়ে বলিউডে ডেবিউ হয় গায়ত্রী জোশীর। আশুতোষ গোয়ারিকরের ছবিতে শাহরুখ খানের বিপরীতে জুটি বেঁধেছিলেন। স্বদেশ বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও, গায়িত্রীর কাজ যথেষ্ট প্রশংসিত হয়। যদিও এরপর আর গায়ত্রীকে দেখা যায়নি বড় পর্দায়। অভিনেত্রী শীঘ্রই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেন এবং ভারতের অন্যতম ধনী ব্যক্তির সাথে গাঁটছড়া বাঁধেন। আরও পড়ুন: ২৭তম দিনে ন্যূনতম আয়! আমিরের দঙ্গল-এর কাছে হার মানছে শাহরুখের জওয়ান, কোন হিসেবে?
১৯৭৭ সালে নাগপুরে জন্মগ্রহণ করেন গায়ত্রী জোশী তাঁর মডেলিং ক্যারিয়ার শুরু করেন যখন তিনি মুম্বইয়ের একটি কলেজে পড়ছিলেন। তিনি গোদরেজ, এলজি, পন্ডস, বম্বে ডাইং, সানসিল্ক এবং ফিলিপ্সের মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন। হুন্ডাই-এর বিজ্ঞাপনে শাহরুখের সঙ্গে প্রথম কাজ করেন গায়ত্রী। ১৯৯৯ সালে গায়ত্রী মিস ইন্ডিয়াতে অংশগ্রহণ করেছিলেন এবং পাঁচজন ফাইনালিস্টের একজন ছিলেন। পরের বছর, তিনি মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনালের মুকুট জেতেন। এবং জাপানে মিস ইন্টারন্যাশনালের জন্য ২০০০ সালে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। আরও পড়ুন: ডাঙ্কি-র প্লট প্রকাশ্যে! শাহরুখের সিনেমা কি তবে ভারত-কানাডা ইস্যু নিয়ে?
২০০৪ সালে চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর ‘স্বদেশ’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে গায়ত্রীকে কাস্ট করেন। যা একজন এনআরআই নাসা ইঞ্জিনিয়ারের ভারতে নিজের শিকড়ে ফিরে আসার গল্প ছিল। সিনেমাটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল এবং গায়ত্রী জোশী-র কাজও খুব মনে ধরে দর্শকদের।