পাঠান এবং জওয়ানের ব্যাপক সাফল্যের পর, শাহরুখ খানের ভক্তরা অপেক্ষা করছেন তাঁর চলতি বছরে তৃতীয় মুক্তির। ২২ ডিসেম্বর সিনেমা হলে আসছে ‘ডাঙ্কি’। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, কিং খানের এই সিনেমা ‘ডাঙ্কি-ফ্লাইট’ নিয়ে তৈরি। এটি এমন একটি শব্দবন্ধ যা ব্যবহার করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় যাওয়া অবৈধ অভিবাসীদের বা উদ্বাস্তুদের বোঝাতে। তবে এখন আবার কানে আসছে ডাঙ্কি সিনেমার সঙ্গে কানাডায় অভিবাসিত ভারতীয়দের সঙ্গে ডাঙ্কির কোনও সম্পর্ক নেই। বরং, এমন এক মানুষের কথা বলবে যে উন্নত জীবন পেতে কঠোর পরিশ্রম করে চলেছে।
‘যদিও এই সমস্যা উদ্বাস্তুদের উপর ফোকাস করে, তবে এটি কানাডা ভিত্তিক নয়। বা কানাডায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। বরং সংবেদনশীলতার সঙ্গে তৈরি করা একটি সিনেমা যা ফোকাস করে একজন মানুষ কীভাবে উন্নত জীবনযাত্রা পেতে অনবরত পরিশ্রম করে চলেছে তার উপর, এবং তাঁর এই সংগ্রামের ওঠাপড়ার উপর।’, জানায় এক সূত্র। আরও পড়ুন: করণের ‘নতুন শত্রু’ ক্যাটরিনা? ‘মেরি ক্রিসমাস’-কে ভাতে মারতে একই দিনে ‘যোদ্ধা’
তবে সবটাই ধারণা করা হচ্ছে। রাজকুমার হিরানি বা শাহরুখ খান, কেউই এখনও ছবির গল্প ফাঁস করেননি। এই ছবিতে শাহরুখ খানের বিপরীতে রয়েছেন তাপসী পান্নু। প্রথমবার তাপসী আর শাহরুখের জুটি দেখবে দর্শক। শুধু তাই নয়, পরিচালক রাজু হিরানির সঙ্গেও এটাই প্রথম কাজ শাহরুখের। ছবির প্রযোজনা করছে শাহরুখ-গৌরির রেড চিলিজ প্রোডাকশন। আরও পড়ুন: ‘ঘর ভাঙার’ অভিযোগ রয়েছে অহনার উপর! পুজোয় দীপঙ্করকে জোর করে কোন কাজ করাবে ‘মিশকা’
তবে এদিকে আবার বক্স অফিসে বড় সংঘর্ষের মুখে পড়তে হবে ডাঙ্কি-কে। কারণ ২২ ডিসেম্বরই মুক্তি পাচ্ছে প্রভাসের বহু প্রতিক্ষীত সিনেমা সালার। এই সিনেমার জন্য নাকি ১০০ কোটি পারিশ্রমিক নিয়েছেন দক্ষিণের এই সুপারস্টার। তবে ‘আদিপুরুষ’-এর ভরাডুবির পর বাজারে কতটা টেকে সালার, তাও আবার ডাঙ্কি-র সঙ্গে যুদ্ধ করে, তা নিয়ে প্রশ্ন উঠছে। আরও পড়ুন: বিয়ের আগেই জাহ্নবী এসেছিল শ্রীদেবীর গর্ভে? পুরনো বিতর্কে মুখ খুললেন বনি কাপুর
কেউ কেউ আবার মনে করিয়ে দিচ্ছেন, ২০১৮ সালে এভাবেই ডিসেম্বর মাসে কেজিএফ-কে টক্কর দিতে গিয়েছিল শাহরুক খানের জিরো। তারপরের ঘটনা তো সবারই জানা। অন্তত যতক্ষণ না সালার আর ডাঙ্কি, দুটোর ট্রেলারই সামনে আসছে বোঝা মুশকিল কার পাল্লা ভাড়ি।