বাংলা নিউজ > বায়োস্কোপ > Swastika-Piya: পরমের প্রাক্তন ও বর্তমান পরস্পরকে জড়িয়ে! অনুপমের তৃতীয় বিয়ের মাঝে চর্চায় পিয়া

Swastika-Piya: পরমের প্রাক্তন ও বর্তমান পরস্পরকে জড়িয়ে! অনুপমের তৃতীয় বিয়ের মাঝে চর্চায় পিয়া

স্বস্তিকার সঙ্গে একফ্রেমে পিয়া 

Swastika-Piya: প্রাক্তন বলে কিচ্ছু হয় না! বিশ্বাস স্বস্তিকার। প্রাক্তন প্রেমিক পরমব্রতর বউয়ের সঙ্গে কেমন সমীকরণ তাঁর? বুঝিয়ে দিলেন স্বস্তিকা। 

সোমবার সোশ্যাল মিডিয়ায় একফ্রেমে ধরা দিলেন অভিনত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। দুজনের একজন কমন ফ্যাক্টর রয়েছেন, পরমব্রত চট্টোপাধ্যায়। একটা সময় বিবাহিত স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন পরম, কিন্তু টেকেনি সেই সম্পর্ক। আর বর্তমানে পরমব্রতর বেটার হাফ পিয়া চক্রবর্তী।

গত ২৭শে নভেম্বর ঘরোয়া আয়োজনে অনুপম রায়ের প্রাক্তন পিয়াকে বিয়ে করেন পরমব্রত। পেশায় মনো-সমাজকর্মী পিয়া। বিয়ের পর কটাক্ষের বানভাসি। পরমব্রত পেয়েছিলেন ‘বউ-চোর’ কটাক্ষ, অন্যদিকে সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন পিয়া। সেইসময় প্রাক্তন পরমব্রতর পাশে দাঁড়িয়েছিলেন স্বস্তিকা। জোর গলায় অনুপমের প্রসঙ্গ টেনে বলেছিলেন, ‘পিয়া তো অনুপমের দ্বিতীয় বউ, কই ওকে তো টার্গেট করা হল না'।

পরবর্তীতে এক নামী ওটিটি প্ল্যাটফর্মের পার্টিতে একফ্রেমে ধরা দিয়েছিলেন পরমব্রত-স্বস্তিকা। এবার পিয়ার সঙ্গে মিতালি পাতালেন স্বস্তিকা! অতীত ভুলে জমাটি বন্ধুত্ব পরমের প্রাক্তন ও বর্তমানের। লাল শাড়িতে ঝলমলে স্বস্তিকা। পাশে ক্যাজুয়াল লাল পাজামা এবং কালো ফুল স্লিভস টি-শার্টে পিয়া। হাসিমুখে একগুচ্ছ ছবি পোস্ট করে নায়িকা লেখেন, ‘আয় বেঁধে থাকি’। 

স্বস্তিকার ডাকে সাড়া দিয়ে পিয়া লেখেন, ‘আমরা চঞ্চল, আমরা অদ্ভুত।’ এই ছবির মন্তব্য বাক্সে কমেন্টের বন্যা। একজন তো ভুলবশত স্বস্তিকার মেয়ে ভেবে বসেন! সেই নেটিজেনের ভুল শুধরে দেন স্বস্তিকা। 

মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে পরমের সঙ্গে পার্টিতে হুল্লোড় প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্বস্তিকা জানিয়েছিলেন, ‘নিউ ইয়ার পার্টির দিন বাড়ি ফেরার সময় ওকে (পরমব্রতকে) জড়িয়ে ধরে বলেছিলাম, ভালো থাকিস। জবাবে ও বলল, বাড়িতে ডাকবে। পিয়া (পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী)-কে বহু বছর ধরে চিনি। জবাবে তাই বলেছিলাম, ‘ডাকিস, তোর জন্য না হলেও পিয়ার জন্য যাব।’ তাহলে কি পরম-পিয়ার বাড়িতে হাজির হয়েছিলে স্বস্তিকা? তা স্পষ্ট নয়। 

সিঙ্গল মাদার স্বস্তিকার সঙ্গে পরমের প্রেম একটা সময় টলিপাড়ার মুচমুচে গসিপের কেন্দ্র ছিল। তবে বেশিদিন টেকেনি সম্পর্ক। ২০১০ সাল নাগাদ ভাঙন ধরে এই প্রেমের কাহিনিতে। বিচ্ছেদের পর দুজনকে পর্দায় প্রথমবার কাছাকাছি এনেছিল সৃজিতের শাহাজান রিজেন্সি। এরপর ‘শিবপুর’-এও কাজ করেন একসঙ্গে। পুরনো তিক্ততা ভুলে দুজনের বন্ধুত্বপূর্ণভাবে কাছাকাছি আসা নিসন্দেহে শিক্ষণীয় বিষয় সব প্রাক্তনদের জন্য।

'প্রাক্তন বলে কিচ্ছু হয় না' বিশ্বাসী স্বস্তিকা। প্রাক্তন পরম বা সৃজিতের সঙ্গে নিজের সুসম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, '১০ বছরের বিয়ের সম্পর্কেই স্বামী-স্ত্রী তো ভাই-বোনের মতো হয়ে যায়। সেখানে ১৫ বছর পুরনো একটা সম্পর্কের আর কী থাকে। ইন্ডাস্ট্রির সহকর্মী হিসাবেই ট্রিট করতে হয়। প্রাক্তন বা প্রেমিক বলে সেখানে আর কিছু থাকে না।'

 

বায়োস্কোপ খবর

Latest News

দলীপ ট্রফির ম্যাচ চলাকালীন DC দলের সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মাতলেন ঋষভ পন্ত প্যারিসে জ্যাভেলিনের এই থ্রোয়েই জেতেন রুপো, ভারতীয় তারকার মেডেল বদলে গেল সোনায় ‘‌এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়’‌, জহর সরকারকে নিয়ে রায় দিলেন সৌগত হিরো আলমকে আদালতেই গণধোলাই, কান ধরে ওঠবস! বিএনপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ গায়কের কলেজিয়ামের সিদ্ধান্তকে খারিজ করল সুপ্রিম কোর্ট, এই প্রথম এমন নজির 'শুধু অভয়ার জন্য নয়, এই প্রতিবাদ হচ্ছে মমতাদের বিরুদ্ধে, ভুল না শোধরালে…' বিকেলে নয় বরং সকালে করুন শরীরচর্চা, পাবেন ৫টি অবিশ্বাস্য ফলাফল 'গন্ডারের থেকেও মোটা চামড়া, কোনও প্রতিবাদ এই সরকারকে স্পর্শ করে না' ভারতের কোন মাঠের দর্শকরা সবথেকে বেশি নিরপেক্ষ! কী বললেন প্রোটিয়া স্পিনার শামসি কথা হয়েছে ফোনে, ইউনুস- মোদীর মুখোমুখি আলোচনা কবে? কী ভাবছে ভারত- বাংলাদেশ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.