গত কয়েকমাসে গিয়েছে অনেক ঝড়ঝাপটা। তবে কাছের মানুষদের নিয়ে যে মেয়েটা ভালো থাকেতে ভালোবাসে, তা বুঝে গিয়েছে তাঁর অনুরাগীরা। ভালোবাসার মানুষগুলোর অসুস্থতা মানসিকভাবে দুর্বল করেছে। তবে নিজে শক্ত থেকে খেয়াল রেখেছেন সকলের। ঠিকই ধরেছেন কথা হচ্ছে সোহাগ জল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের। রুবেল আর শ্বেতার মা, অসুস্থ হয়ে পড়েছিলেন গত কয়েক মাসে। যা নিয়ে মন খারাপও করতে দেখা গিয়েছিল শ্বেতাকে। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন কয়েকটা সেসব নিয়ে।
শনিবার রুবেলের সঙ্গে কয়েকটা ছবি শেয়ার করে নিলেন শ্বেতা। একটা ছবিতে পিছন থেকে জড়িয়ে ধরেছেন। অপরটিতে মাথা রেখেছেন পিঠে। আর শেষ ছবিটায় বসে আছেন পাশাপাশি। রুবেল পরে আছেন নীল রঙের প্রিন্টেড শার্ট। শ্বেতার কালো জামায় ফ্লোরাল ফ্রিন্ট। কানে ভারি দুল। ক্যাপশনে অভিনেত্রী লিখলেন, ‘একেকসময় শুধু পাশাপাশি বসাটাই সব…’
আরও পড়ুন: চ্য়ানেল বদলে জি বাংলায় ‘গুড্ডি’র স্যারজি! শ্বেতার সফরসঙ্গী হওয়া প্রসঙ্গে মুখ খুললেন রণজয়
অসুস্থ ছিলেন শ্বেতার মা। গত মাসে মায়ের সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো মা। আমি যে আর পারছি না। তুমি ছাড়া আমার যে আর কেউ নেই।’ আসলে পুজোতে ডেঙ্গুতে আক্রান্ত হন রুবেল। প্রায় গোটা দুর্গা পুজোটা কাটে তাঁর হাসপাতালেই। দশমী কাটার পর একটা পোস্টে রুবেল নিজের অসুস্থতার খবর দিয়ে লিখেছিলেন, ‘শুভ বিজয়া জানাই সকলকে। এবার পুজো আমার কেটেছে ডেঙ্গির সঙ্গে। দ্বিতীয়া থেকে শুরু করে এখনও লড়াই শুধু সুস্থ হওয়া নিয়ে। তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন ছিল, বিশেষ করে শ্বেতা না থাকলে সুস্থ হওয়া খুবই কঠিন ছিল। আমার জন্যে তুমি নিজে ঠাকুর দর্শন পর্যন্ত করলে না।’
খুব জলদিই শ্বেতা ফিরছেন ছোট পর্দায়। 'সিঁদুর খেলা', 'জরোয়ার ঝুমকো', 'যমুনা ঢাকি'র মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এর আগে। জি বাংলাতেই আসছে তাঁর নতুন সিরিয়াল। নাম হতে পারে শ্যামলী। এই ধারবাহিকে শ্বেতার বিপরীতে থাকবেন রণজয় বিষ্ণু। যাকে শেষ দেখা গিয়েছে গুড্ডি ধারাবাহিকে।
খবর রয়েছে, ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রোমো শ্যুট। ধারাবাহিকে মধ্যবিত্ত পরিবারের মেয়ের সমস্যা দেখানো হবে। উল্টোদিকে রণজয়কে দেখা যাবে এক ধনী পরিবারের ছেলের চরিত্র। ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা শ্যুটিং।