আনন্দ পণ্ডিতের মেয়ের বিয়েতে যেন চাঁদের হাট বসেছিল। অভিষেক বচ্চন থেকে শুরু করে ববি দেওল, ইমরান হাশমি, প্রমুখের সঙ্গে এসেছিলেন তাপসী পান্নু। তাপসী নিজেই কিছুদিন আগে সাতপাকে বাঁধা পড়েছেন। নিকট আত্মীয় এবং পরিবারের সকলের উপস্থিতিতে তাপসী বিয়ে করেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়েকে। সেখানে বলিউডের দু একজন ছাড়া আর কাউকে দেখা যায়নি। আর বিয়ের পর এদিন তিনি আনন্দ পণ্ডিতের মেয়ের বিয়েতে একাই এসেছিলেন। তখনই তিনি পাপারাজ্জিদের প্রশ্নবাণের মুখে পড়েছিলেন।
আনন্দ পণ্ডিতের মেয়ের বিয়েতে তাপসী
এদিন তাপসী পান্নু একটু লাল রঙের শাড়ি পরে এসেছিলেন। সঙ্গে পরেছিলেন কন্ট্রাস্টে কালো এবং সোনালি রঙের ভি নেকের একটি ব্লাউজ। এছাড়া সোনালি চিক, কানের এবং সোনালি পাউচ পার্স নিয়েছিলেন তিনি। কপালে পরেছিলেন লাল টিপ।
আরও পড়ুন: হ্যাকারদের খপ্পরে রুক্মিণী! সকলকে সচেতন করে দেব - প্রেয়সী বললেন, 'কেউ যদি আমার নামে...'
আরও পড়ুন: গরমের ছুটিতে রহস্যের সমাধান করতে আসছে ফেলুদা, প্রকাশ্যে নয়ন রহস্যের পোস্টার
তিনি যখন পাপারাজ্জিদের জন্য পোজ দিচ্ছিলেন তখন তাঁকে অনেকেই তাঁদের বিয়ের শুভেচ্ছা জানান। উত্তরে হেসে ফেলেন অভিনেত্রী। এরপর তাঁরা তাঁর সঙ্গে মশকরা করে বলতে থাকেন 'স্যার আসল না?', 'স্যার কই?' উত্তরে লজ্জায় লাল হয়ে তাপসী বলেন, 'তোমরাই না আমায় একদিন মার খাওয়াবে...'
তাপসী এবং ম্যাথিয়াসের বিয়ে
নিউজ ১৮ এর একটি রিপোর্টে জানানো হয়েছে যে গত ২৩ মার্চ গাঁটছড়া বেঁধেছেন তাপসী। রাজস্থানের উদয়পুরে বসেছিল তাঁর বিয়ের আসর। অভিনেত্রী যখন বিয়ের আসর প্রবেশ করছেন বা মালাবদল সারছেন সেই সময়ের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। মালাবদল সেরে বিয়ের আসরে নাচতে শুরু করেন নবদম্পতি। একই সঙ্গে ম্যাথিয়াসকে জড়িয়ে চুমু খান তাপসী। এদিন তাঁদের সঙ্গীত অনুষ্ঠানের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন: সৌরসেনীর জন্মদিনেই প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন নিখিল! শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন নুসরতের প্রাক্তন
তাপসীর বিয়েতে বলিউডের তেমন কাউকে দেখা যায়নি। তবে অনুরাগ কাশ্যপ, পাভেল গুলাটি, কণিকা ধিলো এসেছিলেন। বিয়েতে অভিনেত্রী পরেছিলেন লাল রঙের চুড়িদার এবং ভারী গয়না। সঙ্গে সানগ্লাস পরে বিয়ে করেন। অন্যদিকে ম্যাথিয়াস পরেছিলেন শেরওয়ানি এবং পাগড়ি।