সাইবার ক্রাইমের সমস্যা এবং সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এবার সাইবার ক্রাইমের শিকার হলেন রুক্মিণী মৈত্র। আর সেই কথা এদিন অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন।
কী ঘটেছে রুক্মিণী মৈত্রর সঙ্গে?
এদিন রুক্মিণী মৈত্র দুটো পোস্ট করেন ইনস্টাগ্রামে। তিনি এদিন সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করে জানান যে তাঁর ফেসবুক পেজ হ্যাক হয়েছে। সেখানে অভিনেত্রী লেখেন, 'সবাইকে জানাচ্ছি যে আমি সদ্যই জানতে পেরেছি যে খুব সম্ভবত আমার ফেসবুক প্রোফাইল হ্যাক হয়ে গিয়েছে। এই বিষয়ে সকাল থেকে আমি অনেক মেসেজ পেয়েছি। আমার টিম এই বিষয়টা খতিয়ে দেখছে।'
আরও পড়ুন: 'শেষ স্মৃতি...' থামল ওম - শ্রাবণের সফর, লাভ বিয়ে আজকালের শেষদিনের শ্যুটিংয়ে মন খারাপ তৃণা - ওমদের
কিছু পর তিনি দুপুরের দিকে ফের আরও একটি মেসেজ করেন। সেখানে সবাইকে সাবধান করে দেন যাতে কেউ তাঁর থেকে পাওয়া কোনও মেসেজ বা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করেন। সেখানে তিনি লেখেন, 'সবাইকে জানাচ্ছি যে কেউ যদি আপনাদের সঙ্গে আমার ফেসবুক পেজ থেকে বা আমার ছবি লাগানো প্রোফাইল পিকচার আছে এমন নিশা নামক কোনও আইডি থেকে যোগাযোগ করে তাহলে প্লিজ কেউ উত্তর দেবেন না। আমার টিম এখনও কাজ করছে বিষয়টা নিয়ে।'
প্রসঙ্গত মাঝে মধ্যেই সেলেবদের সোশ্যাল মিডিয়ায় থাবা বসায় হ্যাকাররা। কিছুদিন আগে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তারকা হিরো আলমের ফেসবুক পেজ হ্যাক হয়েছিল। এবার রুক্মিণী মৈত্র সেই বিপদে পড়লেন। ফেসবুক পেজে রুক্মিণী মৈত্রর প্রায় ১.৩ মিলিয়ন ফলোয়ার আছে। তাই তিনি তাঁদের সকলকে এভাবে সচেতন করে দিলেন।
আরও পড়ুন: ফুটবল ভালো লাগলে দেখতেই হবে...অজয়ের ময়দান দেখে মুগ্ধ নেটপাড়া, বক্সঅফিসে কি ঝড় উঠবে?
রুক্মিণী মৈত্রর প্রজেক্ট
রুক্মিণী মৈত্রকে আগামীতে নটী বিনোদিনী ছবিতে দেখা যাবে। এছাড়া দেব অভিনীত ছবি টেক্কাতেও তিনি আছেন। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সেই ছবিটি পুজোয় মুক্তি পাওয়ার কথা।