গতবছরের ঘটনা, জনপ্রিয় টিভি শো তারক মেহতা কা উল্টা চশমা (টিএমকেওসি)-র প্রযোজক অসিত মোদীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন ধারাবাহিকের এক অভিনেত্রী। তাঁর সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। ধারাবাহিকে মিসেস রোশন সোধির চরিত্রে অভিনয় করেছিলেন অভিযোগকারিণী অভিনেত্রী। তবে শুধু অসিত মোদীই নয়, অভিযোগ দায়ের হয়েছিল ওই টেলি শোয়ের অপারেশন হেড সোহেল রামানি এবং নির্বাহী প্রযোজক যতীন বাজাজের বিরুদ্ধেও। এবার সেই মামলার রায় বের হয়েছে।
জানা যাচ্ছে, এই মামলায় অভিযোগকারিণী অভিনেত্রীর জয় হয়েছে। মামলায় দোষী প্রমাণিত হয়েছেন 'তারক মেহতা কা উল্টা চশমা'র প্রযোজক অসিত মোদী। আদালত তাঁকে ক্ষতিপূরণ ও বকেয়া বাবদ মোট ২৫ লক্ষ টাকা অভিযোগকারিণীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবিষয়ে অভিযোগকারিণী ইটাইমসকে বলেন, ‘আমি যে অভিযোগ করেছি তা সত্যতা প্রমাণ হয়েছে, আদালতের রায় আমার পক্ষে।’
অভিনেত্রী আরও জানিয়েছেন, অসিত মোদীকে তাঁর প্রাপ্য অর্থ এবং অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কথায়, হেনস্থার জন্য অসিতের উপর অতিরিক্ত ৫ লক্ষ টাকা চাপানো হয়েছে। অর্থাৎ মোট ৩০ লক্ষ টাকা দিতে বলা হয়েছে। তবে এখনও তাঁর কাছ থেকে আমি কোনও পারিশ্রমিক পাইনি। অভিনেত্রী জানান, ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি রায় বের হয়েছিল। তবে তা গণমাধ্যমকে না জানানোর কথা বলা হয়েছিল।
অভিনেত্রীর দাবি, ‘আমি বিশ্বাস করি একজন মহিলার কাছে সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। রায়ের পর ৪০ দিনেরও বেশি সময় হয়ে গেছে। আমি আদালতের নির্দেশ মতো এখনও আমার প্রাপ্য টাকা পাইনি। যৌন হেনস্থার অভিযোগে মোদীকে দোষী প্রমাণ করা হয়েছে। তবে তিন অভিযুক্তকে কোনও শাস্তি দেওয়া হয়নি। সোহেল ও যতীনকে এই রায়ে অন্তর্ভুক্তও করা হয়নি, তাই আমি হতাশ। তবে এই রায়ে একটা বিষয় স্পষ্ট, আমি সস্তা প্রচারে চেয়ে অভিযোগ করিনি, আমার সঙ্গে অন্যায় হয়েছিল। তবে আমি মনে করি না যে আমি এখনও উপযুক্ত বিচার পেয়েছি।’
অসিত মোদী ও অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ
২০২৩ সালে, তারক মেহতা কা উল্টা চশমার প্রযোজক অসিত মোদী, অপারেশন হেড সোহেল রামানি এবং নির্বাহী প্রযোজক যতীন বাজাজের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। অভিযোগকারিণী দাবি করেছিলেন, আউটডোর শ্যুটে তাঁর সঙ্গে অসিত মোদী অশালীন আচরণ করেছিলেন অভিযোগ ছিল, তাঁর ঘরে এসে মদ্যপান করার এবং চুম্বন করার কথা বলেন অসিত মোদী। শ্যুটিং থেকে ফিরে এসে তিনি শো ছেড়ে চলে যেতে চাইলেও তাঁকে পারিশ্রমিক আটকে রাখার ভয় দেখিয়ে আটকে দেওয়া হয়।
অভিনেত্রী তাঁর এই অভিযোগের ভিত্তিতেই FIR দায়ের করেন। এরপর অসিত মোদী সহ তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) ধারা ৩৫৪ এবং ৫০৯ (একজন মহিলাকে তার শালীনতাহানির উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ) এর অধীনে মামলা দায়ের হয়। এবার সেই মামলারই রায় বের হয়েছে।