গত কয়েকদিন ধরেই জোর গুঞ্জন গোপনে বিয়ে সেরেছেন তাপসী পান্নু। পাত্র তাঁর দীর্ঘদিনের প্রেমিক, ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ে। নিউজ ১৮-এর প্রতিবেদন অনুসারে, গত শনিবার (২৩ মার্চ) রাজস্থানের উদয়পুরে তাপসীর বিয়ে সম্পন্ন হয়েছে। যদিও এখবরে তাপসী কিংবা ম্যাথিয়াস কেউই সিলমোহর দেননি। এমনকি তাঁদের বিয়ের ছবিও প্রকাশ্য়ে আসেনি।
এই গুঞ্জনের মাঝেই সিঁথিতে সিঁদুর পরা অবস্থায় দেখা মিলল তাপসী পান্নুর। ২৫ মার্চ পরিবার ও বন্ধুদের সঙ্গে হোলি খেলেছেন তাপসী। সেখানেই সিঁদুর পরা অবস্থায় গেল অভিনেত্রীকে। তাঁদের সঙ্গে দেখা গেল ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়েকে।
তাপসী পান্নুর হোলি
তাপসী পান্নু ও ম্যাথিয়াস বোয়ের বিয়ের খবর ছড়ানোর পর এটাই সোশ্যাল মিডিয়ায় উঠে আসা তাঁদের প্রথম ছবি। যদিও এটা গ্রুপ ফটো। অভিনেতা অভিলাষ থাপলিয়াল ছবিটি শেয়ার করেছেন। সেখানে তাপসী এবং ম্যাথিয়াসের সঙ্গে অভিনেত্রীর বোন সগুন পান্নু এবং তাঁদের পরিবারের অন্যান্যদেরও দেখা গিয়েছে।
ছবিতে সকলকেই লাল ও গোলাপী আবিরে রেঙে উঠতে দেখা গিয়েছে। বহু অনুরাগী এই ছবির নিচে কমেন্ট করেছেন। তাতে অনেকেই প্রশ্ন করেছেন, ‘তাপসীর সিঁথিতে এটা কি সিঁদুর?’ কারোর মন্তব্য, 'তাপসীর সিঁথি তো সিঁদুর!' আবার অনেকেই অভিনেত্রীকে হোলি ও নব-বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়েছেন। কারোর কথায়, 'আরে এটা তো সিঁদুর' (দেশের বহু বিবাহিত মহিলা লাল সিঁদুর পরেন) তাপসী ম্যাম।' আরেকজন লিখেছেন, ‘আজ জানতে পারলাম তাপসী বিবাহিত।’ কারোর মন্তব্য করেছেন, ‘তাপসীর কপালে সিঁদুর কে লাগিয়েছে?’ কারোর কথায়, ‘হোলিতে সিঁদুর পরে আছেন নববিবাহিত তাপসী। খুব সম্ভবত উনি আবির দিয়েই সিঁদুর পরেছেন। কারণ শিখ বধূরা সচরাচর সিঁদুর পরেন না।’ এমনই অজস্র মন্তব্য উঠে এসেছে।
আরো পড়ুন-স্যামকেই মন দিয়েছেন! চর্চিত প্রেমিকের সঙ্গে গোপনে রং মাখলেন তৃপ্তি দিমরি
এর আগে নিউজ ১৮-এর প্রতিবেদনে জানা গিয়েছিল, তাপসী পান্নু, ম্যাথিয়াস বোয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন। ২০ মার্চ থেকেই শুরু হয়েছিল প্রাক-বিবাহ অনুষ্ঠান। সূত্রের খবর, ২৩ মার্চ রাজস্থানের উদয়পুরে অত্যন্ত অন্তরঙ্গ বিয়ে সেরেছেন তাপসী-ম্যাথিয়াস। পাঞ্জাবি শিখ পরিবারের মেয়ে তাপসী, অন্যদিকে তাঁর হবু বর ক্যাথলিক। তাই শিখ ও ক্রিশ্চান দুই রীতিতেই বিয়ের অনুষ্ঠান হয়েছে।
এদিকে আবার তাদের গোপনে বিয়ে ঘিরে গুঞ্জনের মধ্যেই অতিথি তালিকা ও ভেন্যুর ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। প্রযোজক-লেখক কণিকা ধিলোঁ এবং অভিনেত্রী পাভেল গুলাটি তাপসী এবং মাথিয়াসের উদয়পুরের বিয়ের ছবি শেয়ার করেছেন। তাপসী বা ম্যাথিয়াস এখনও তাদের বিয়ের খবর নিশ্চিত বা অস্বীকার করতে পারেননি। খুব সম্ভবত তাঁর পুরো বিষয়টিই অত্যন্ত ব্যক্তিগত রাখতে চাইছেন।
প্রসঙ্গত, ম্যাথিয়াস বোয়ে ডেনমার্কের বাসিন্দা। ২০১২ সালের অলিম্পিকে মেনস সিঙ্গলসে রুপো জিতেছিলেন তাপসীর স্বামী। থমাস কাপ বিজয়ী ডেনমার্ক দলের সদস্য তিনি। ২০২০ সালে, ৩৯ বছর বয়সে পেশাদার ব্যানডমিন্টনকে বিদায় জানান ম্যাথিয়াস। পরে ভারতীয় ব্যাডমিন্টন দলের ডবলস কোচ হিসাবে যোগ দেন।