পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ের সিদ্ধান্ত যখন নিয়েছিলেন সানিয়া মির্জা, তখন প্রতিবাদ উঠে এসেছিল গোটা দেশ থেকে। তবে সেই সানিয়ারই বিচ্ছেদের খবর আসতে, মন খারাপ হয় আমনজনতার। হয়তো, যেই মেয়েটা টেনিসে দুর্দান্ত পারফরমেন্স করে বিশ্বমঞ্চে সম্মানিত করেছে ভারতকে, তাঁর মন ভাঙা মেনে নিতে পারেনি অনুরাগীরা। এমনকী, পাকিস্তানের ভিতর থেকেও এসেছিল বিরূপ মন্তব্য। এবার নেওয়া হল তারই প্রতিশোধ। মাঠে নতুন স্বামী শোয়েবকে সমর্থন জানাতে এসেছিলেন তৃতীয় স্ত্রী সানা জাভেদ। আর পাকিস্তানের এই সুন্দরী অভিনেত্রীকে দেখে ‘সানিয়া সানিয়া’ বলে টিজ করা হল।
আপাতত এই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল। বিশেষ করে, ভারতীয়রা ধন্যবাদ জানিয়েছেন পড়শি দেশের নাগরিকদের। এমনিতে অবশ্য সামাজিক মাধ্যমে বেশ উত্তপ্ত বাক বিনিময় চলেই দুই দেশের। তবে সানা জাভেদকে দেখে ‘সানিয়া মির্জা’ নাম নিয়ে চিৎকারকে ‘উচিৎ শিক্ষা’ হিসেবে দেখা হচ্ছে।
পিএসএল ম্যাচে অংশ নিয়েছিলেন সানা, যেখানে তার স্বামী করাচি কিংসের হয়ে খেলছিলেন। ভিডিয়োতে দেখা যায়, সানিয়ার নাম শুনেই ফিরে তাকান সানা। যেন কিছুটা চমকেও যান। তবে গোটা ব্যাপারটা বুঝতে পেরেই বিরক্তি ফুটে ওঠে তাঁর চোখে মুখে।
X-এ শেয়ার করা এই ভিডিয়োতে, যা আগে টুইটার নামে পরিচিত ছিল, সানাকে একটি ভিআইপি মঞ্চে বসে ম্যাচ দেখতে দেখা গিয়েছে। তখনই পিছনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি সানিয়া মির্জার নাম নিয়ে চিৎকার করেছিলেন। শীঘ্রই তার সঙ্গে আরও কয়েকজন লোক যোগ দেন এবং সকলে মিলিয়ে গলা মিলিয়ে চিৎকার করতে থাকেন সানিয়ার নাম উচ্চারণ করে।
এক ব্যক্তি এই ভিডিয়োতে কমেন্ট করেছেন, ‘উফফফ মনে শান্তি লাগছে। বেশ হয়েছে। পাকিস্তানের লোকগুলোকে চুমু’। আরেকজন লিখলেন, ‘এই প্রথম পাকিস্তানীদের এত ভালো লাগছে আমার’।
সানা ও শোয়েবের বিয়ে:
জানুয়ারিতে শোয়েবকে বিয়ে করেন সানা জাভেদ। এই দম্পতি তাদের বিয়ের অনুষ্ঠানের ছবি পোস্ট করে চমকে দিয়েছিলেন সকলরে। এরপরই সানিয়ার পরিবারের তরফে জানানো হয়, খুলা নিয়েছেন সানিয়া। অর্থাৎ তিনিই তালাক দিয়েছেন শোয়েবকে।
শোয়েব আর সানার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই লিখিত বিবৃতি দিয়ে বলা হয়, ‘সানিয়া সবসময় তাঁর ব্যক্তিগত জীবনকে জনসমক্ষের আড়ালে রেখেছেন। কিন্তু আজ এমন একটা পরিস্থিতি যে সে জানাতে বাধ্য হয়েছে শোয়েবের সঙ্গে বেশ কয়েক মাস আগেই তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে। সানিয়া শোয়েবকে তাঁর নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানায়! এটা ওর জীবনের খুব সংবেদনশীল একটা সময়, আমরা সকল অনুরাগী, শুভাকাঙ্খীদের অনুরোধ করব-কোনওরকম জল্পনায় কান না দিয়ে ওর গোপনীয়তাকে সম্মান জানানোর’।