বাংলা নিউজ > বায়োস্কোপ > Tejasswi Prakash: সেদিন বাইক নিয়ে দু'জন আমার পিছু নেয়, আমি বাগানে লুকিয়ে বসেছিলাম, ভয়ানক অভিজ্ঞতা জানালেন তেজস্বী

Tejasswi Prakash: সেদিন বাইক নিয়ে দু'জন আমার পিছু নেয়, আমি বাগানে লুকিয়ে বসেছিলাম, ভয়ানক অভিজ্ঞতা জানালেন তেজস্বী

তেজস্বী প্রকাশ

স্মৃতির পাতা থেকে তেজস্বী বলেন, ‘ হঠাৎ  দুটি ছেলে আমাকে পাশ কাটিয়ে গেল। তখন বাজে সকাল ৬টা, রাস্তায় তেমন ভিড় ছিল না। ওই ছেলে দুটি আবারও বাইক নিয়ে আমার পিছু নেয়। নিজেদের মধ্যে ফিসফাস করছিল। আমি বিপদ বুঝে সামনে বিল্ডিংয়ের দিকে ছুটে যাই। সেখানকার বাগানে গিয়ে লুকিয়ে বসি। আধঘণ্টা পড়ে বাড়ি ফিরি।

নাম তেজস্বী প্রকাশ। অভিনেত্রীর সঙ্গে নতুন করে আলাপ করানোর কিছু নেই। অভিনয় দক্ষতা আর ফ্যাশান সেন্সের কারণ তেজস্বী টেলিপর্দার বেশ পরিচিত মুখ। বিগ বস ১৫ বিজয়ী তিনি। এই মুহূর্তে নাগিন ৬-এ দেখা যাচ্ছে তেজস্বীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নানান কথা খোলসা করেছেন তেজস্বী প্রকাশ।

সাক্ষাৎকারে স্কুলে পড়ার সময়ই ইভ টিজিং-এর শিকার হওয়া প্রসঙ্গে কথা বলেছেন তেজস্বী। স্মৃতির পাতা থেকে তেজস্বী বলেন, ‘আমি দশম শ্রেণিতে শেষ করার পরে, আমার প্রিয় বন্ধুর সঙ্গে মিলে জগিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। জগিং শেষে আমরা চিকেন প্যাটিস খেতাম। বন্ধুর বাড়ি আগে পড়ত, তাই একদিন জগিং শেষে ও বাড়ি চলে গেল। আমিও তারপর বাড়ি ফিরছিলাম। হঠাৎ সেখানে দুটি ছেলে আমাকে পাশ কাটিয়ে গেল। তখন বাজে সকাল ৬টা, রাস্তায় তেমন ভিড় ছিল না। এরপর ওই ছেলে দুটি আবারও বাইক নিয়ে ফিরে এসে আমার পিছু নেয়। নিজেদের মধ্যে ফিসফাস করতে থাকে। আমি বিপদ বুঝে সামনে বিল্ডিংয়ের দিকে ছুটে যাই। প্রথমে গার্ড আমাকে আটকায়, তারপর ওঁকে বুঝিয়ে বাগানে গিয়ে লুকিয়ে বসি। আধঘণ্টা পড়ে বাড়ি ফিরি।’

<p>তেজস্বী প্রকাশ</p>

তেজস্বী প্রকাশ

তেজস্বীবলেন, ‘আরও একদিন আমার মনে হয়েছিল, যে বাইকের ছেলেরা আমার উপর নজর রাখছে। তাই আমি বুঝে নিজের বাড়িতে না ঢুকে বন্ধুর বাড়িতে ঢুকি। কারণ, আমার বাড়িতে শুধু আমার মা ও ভাই থাকতেন। আর বন্ধুর বাড়িতে অনেকে থাকতেন। তাই এই বুদ্ধিটা বের করি। কারণ, বন্ধুর বাড়ির কাছে গেলে ওর দাদারা বাকিটা বুঝে নিত। দুর্ভাগ্যবশত সেদিন আমি জিন্স আর টি-শার্ট পরে ছিলাম। আর বন্ধুর বাড়ি থেকে যখন বের হই তখন সন্ধ্যে হয় গিয়েছে।’

সাক্ষাৎকারের শেষে তেজস্বী প্রকাশ বলেন, ছেলেদেরও বুঝতে হবে, মেয়েরা অনেক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যায়। 

বায়োস্কোপ খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? দেখে নিন ১০ সেপ্টেম্বর ২০২৪ রাশিফল মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.