জীবনের সবচেয়ে কঠিন সময়ে একমাত্র বরুণ ধাওয়ান পাশে দাঁড়িয়েছে, সম্প্রতি এমনটাই ফাঁস করেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক। বক্স অফিস কাঁপাচ্ছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ছবি। ইতিমধ্যেই ২৫০ কোটির গণ্ডি পার করে ফেলেছে এই ছবি। অতীতের কঠিন সময়ের কথা মনে করে রীতিমতো আবেগঘন পরিচালক।
২০০৫ সালে ‘চকোলেট’ ছবির সঙ্গে বলিউডে অভিষেক হয়েছিল বিবেকের। এক সাক্ষাত্কারে বরুণকে ‘বিরাট মাপের মানুষ’ বলে উল্লেখ করেন পরিচালক। আরও জানান, বরুণের সাহায্যের জন্য তিনি কৃতজ্ঞ তবে মোটেই অভিনেতার সঙ্গে কাজ করবার স্বার্থ নিয়ে এই কথাগুলো বলছেন না তিনি।
সিদ্ধার্থ কাননকে বিবেক জানান, ‘আই লাভ বরুণ, আমি বরুণের প্রতি কৃতজ্ঞ। আমি ক্যামেরার সামনে খুব বেশি কিছু বলতে চাই না কারণ এটা আমার আর ওর মধ্যেকার ব্যাপার। তবে বলব যখন কেউ আমার পাশে দাঁড়ায়নি ও এগিয়ে এসেছে। ও ভালো মানুষ। স্টারডমের ব্যাপারে আমি কিছু বলব না,তবে চাইব ও সবসময় খুশি থাকুক’।
বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখে মুগ্ধ বরুণ ধাওয়ান। ইনস্টাগ্রামে এই ছবির প্রকাশ্যে প্রশংসাও করেছেন তারকা। তিনি লেখেন, ‘অন্যতম সেরা ছবি। যা আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে, দুর্দান্ত পারফরম্যান্স’।
‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, পল্লবী যোশি,মিঠুন চক্রবর্তীরা। গত ১১ই মার্চ মুক্তি পেয়েছে এই ছবি। ১৯৯০ সালে কাশ্মীর উপত্যকা থেকে কাশ্মীরি পন্ডিতদের উচ্ছেদের ঘটনা উঠে এসেছে এই ছবিতে।