বাংলা নিউজ > বায়োস্কোপ > Bear breaks into Florida home: ঘরে ঢুকে স্ন্যাক্স খেল, বিয়ার উড়িয়ে দিল তিন পায়ের ভাল্লুক, ভাইরাল ভিডিয়ো

Bear breaks into Florida home: ঘরে ঢুকে স্ন্যাক্স খেল, বিয়ার উড়িয়ে দিল তিন পায়ের ভাল্লুক, ভাইরাল ভিডিয়ো

তিন পায়ের ভালুক ফ্লোরিডার একটি বাড়িতে ঢুকে পড়ে। জলখাবার উপভোগ করে।

Bear breaks into Florida home: ফ্লোরিডার একটি বাড়িতে ঢুকে পড়ল তিন পায়ের ভাল্লুক। লেক মেরির ঘটনা। স্থানীয়ভাবে ট্রাইপড নামে পরিচিত ওই ভাল্লুক। ঘরে ঢুকে স্ন্যাক্স খেল, বিয়ার উপভোগ করল ট্রাইপড।

আচমকা ফ্লোরিডার একটি বাড়িতে ঢুকে পড়ল তিন পায়ের ভাল্লুক। ফ্লোরিডার লেক মেরির ঘটনা। স্থানীয়ভাবে ট্রাইপড নামে পরিচিত ওই ভাল্লুক। বাড়িতে প্রবেশ করে কিছু স্ন্যাকস উপভোগ করল সে। সঙ্গে পান করল বিয়ার। সেই ছবিই ধরা পড়েছে বাড়ির সিসিটিভি ক্যামেরায়।

সিসিটিভি ক্যামেরার সতর্ক বার্তার মাধ্যমে বাড়ির মালিক জোসাউরি ফানিতে-ডিগলিও ওই ভাল্লুকে উপস্থিতির কথা জানান দেয়। ফক্স 59 রিপোর্ট অনুযায়ী, জোসাউরি বাড়িতে অনুপস্থিত থাকলেও তাঁর ১৩ বছরের ছেলে জোসেফ ডিগ্লিও এবং পোষ্য কুকুর ব্রুনো ভিতরে ছিল। কুকুরের ঘেউ ঘেউ শুনে জোসেফ বুঝতে পারে ভাল্লুক ঘরে ঢুকেছে। পরে ট্রাইপডকে একটি অস্থায়ী দরজা ভেঙে ঘরে প্রবেশ করতে দেখে। আরও পড়ুন: দারুণ সাজানো ঘর, রয়েছে মিনি বার, কুশার মুম্বইয়ের নতুন বাড়ির অন্দরটা ঠিক কেমন

বাড়িতে ঢুকেই মিনি ফ্রিজের সামনে হোঁচট খায় ট্রাইপড। এরপরই সেখান থেকে কিছু স্ন্যাক্স এবং বিয়ার খেতে শুরু করে। বাড়ির মালিক WESH-কে জানিয়েছেন, ‘মাছের ট্যাঙ্কের পাশে রাখা মাছের খাবার খেয়েছে সে। তারপর বারের দিকে নজর পড়ে তার। তিনটি হোয়াইট ক্লজ পান করে। এরপর খুশি খুশি চলে যান। ওর প্রিয় ফ্লেবার আম এবং স্ট্রবেরি’। ঘটনার একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জোসাউরি ফানিতে-ডিগলিও। বাড়িতে কী ঘটেছিল সেটি দেখা গিয়েছে ভিডিয়োতে-

জোসেফ ডিগ্লিও WESH-কে বলেছেন, ‘ওকে ফ্রিজ খুলতে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। একবার মনে হয়েছিল, অন্য ঘরের দরজাগুলিও এভাবে ও খুলতে পারে। খুব একটা ভয় পাইনি কারণ আমরা ভাল্লুকটিকে খুব ভালো করে চিনি। ও এখানে থাকে; আমরা ওদের আবাসস্থলকে সম্মান করি’।

জোসেফের মতে, এই দ্বিতীয়বার একটি ভাল্লুক প্যাটিও স্ক্রীন দিয়ে প্রবেশ করেছে।

বন্ধ করুন