বছরের শুরুতেই মুক্তি পেয়ছিল যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন সংযোজন ‘পাঠান’। সেই ছবি মুক্তির আগে সেন্সর ইস্যু নিয়ে কম ঝামেলা হয়নি। দীপিকার গেরুয়া বিকিনি বিতর্ক নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। কিন্তু এবার আর কোনও ঝামেলা নয়, কোনওরকম বিতর্ক ছাড়াই সেন্সর সার্টিফিকেট পেয়ে গেল টাইগার ৩। স্পাই ইউনিভার্সের সবচেয়ে পুরোনো খিলাড়ি টাইগার। তিন নম্বরবার জোরালো প্রতিপক্ষ ইমরান হাশমির মুখোমুখি সলমন খান।
জানা যাচ্ছে সেন্সর বোর্ড বা সিবিএফসি-র তরফে U/A সার্টিফিকেট পেয়েছে টাইগার ৩। অর্থাৎ সব বয়সীরাই হলে গিয়ে এই ছবি দেখার সুযোগ পাবে, তবে ১২ বছর বা তার কম বয়সীদের ক্ষেত্রে বাবা-মা' বা কোনও অভিভাবকের সঙ্গে থাকাটা জরুরি। এই ছবির রানটাইম বা দৈর্ঘ্য় ২ ঘন্টা ৩৩ মিনিটের।
মণীশ শর্মা পরিচালিত টাইগার ৩-তে ফের একবার জুটিতে সলমন-ক্যাটরিনা। আগামী ১২ নভেম্বর অর্থাৎ দিওয়ালিতে বড় পর্দায় আতসবাজি হবে তা বলে দিয়ছে ছবির ট্রেলার। মহা সংকটে টাইগার। এদিকে তার উপর দেশদ্রোহিতার অভিযোগ, উপরোন্তু পরিবার আর দেশ, দুইয়ের মধ্যে একটা বেছে নেওয়ার কঠিন শর্ত। কীভাবে দু-কূল রক্ষা করবেন তিনি? সেই নিয়েই এগোবে মণীশ শর্মার টাইগার ৩। ৫ই নভেম্বর থেকে শুরু হবে ছবির অ্যাডভান্স বুকিং।
সুলতানের পর সেই অর্থে ‘অল টাইম ব্লকবাস্টার’ ছবি দর্শকদের উপহর দেননি ভাইজান। তাঁর শেষ ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ তো ১০০ কোটিতেই আটকে গিয়েছে। এবার ভাইজানের তুরুপের তাস ‘টাইগার ৩’। ভারতীয় গুপ্তচর অবিনাশ রাঠোর ওরফে টাইগারের ভূমিকায় এর আগে দু-বার পর্দা কাঁপিয়েছেন সলমন, হ্যাট্রিকের প্রস্তুতি সেরে ফেলেছেন সলমন। এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ‘পাঠান’ শাহরুখের উপস্থিতি।
‘পাঠান’ ছবিতে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা মিলেছিল টাইগারের, পাঠানকে মৃত্যুমুখ থেকে রক্ষা করতে ছুটে এসেছিল টাইগার। এবার পাঠানের পালা বন্ধুকে সাহায্য করবার। ছবির ট্রেলারে পাঠানের ঝলক দেখা যায়নি ঠিকই,তবে ফোন টাইগারকে বলতে শোনা গিয়েছে, ‘একটা মিশনের জন্য আমার তোকে দরকার, বিষয়টা ব্যক্তিগত’। ফ্যানেদের দাবি ফোন করে পাঠানের কাছে সাহায্য চেয়েছে টাইগার। সত্যি কি তাই? প্রশ্নের উত্তর মিলতে অপেক্ষা ১২ই নভেম্বরের। পরপর দুটো ১০০০ কোটির ছবি উপহার দিয়েছেন শাহরুখ, তাই টাইগার ৩ ঘিরে ভাইজান ভক্তদের প্রত্যাশার পারদ তুঙ্গে।