দু-দিন আগেই প্রকাশ্যে এসেছে টাইগার ৩-র ধামাকেদার ট্রেলার। দর্শকরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ভাইজানকে। নেটিজেনদের একটা বড় অংশের দাবি, এই প্রথমবার জোরালো প্রতিপক্ষ পেয়েছে টাইগার, তাই লড়াই হবে সোয়ানে সোয়ানে। মণীশ শর্মা পরিচালিত টাইগার ৩-তে ভিলেনের ভূমিকায় দেখা মিলবে ইমরান হাশমির।
টাইগার ৩-র ট্রেলার যে ভালোবাসা পেয়েছে তাতে দারুণ খুশি ভাইজান। তাই নবরাত্রিতে ভক্তদের সারপ্রাইজ দিলেন নায়ক। প্রকাশ্যে আনলেন ছবির নতুন পোস্টার। সেখানে প্রথমবার একফ্রেমে দেখা গেল হিরো-হিরোইন আর ভিলেনকে! পোস্টারের ক্যাপশনে সলমন লেখেন, ‘এত ভালোবাসা দিয়েছেন আপনারা, তাই নতুন পোস্টার রিলিজ করাটা তো অবশ্যই জরুরি! টাইগার ৩ আসছে এই দিওয়ালিতে আপনার কাছের প্রেক্ষাগৃহে, ১২ই নভেম্বর, রবিবার- কাউন্টডাউন শুরু করে দিন’।
পোস্টারে দেখা গেল সলমন-ক্যাটরিনার মধ্যমণি ইমরান। চেয়ারের উপর বসে রয়েছন তিনি। হাতে পিস্তল, গাল ভর্তি কাঁচা-পাকা চাপ দাড়িতে অল ব্ল্যাক লুক টাইগারের প্রতিপক্ষ। অন্যদিকে টাইগারের দেখা মিলল চিরপরিচিত সাদা-কালো স্কার্ফ গলায় জড়িয়ে, হাতে বিরাট বন্দুক, চোখে প্রতিশোধের আগুন। ক্যাটরিনার হাতেও বন্দুক, জোয়াকে পুরোদস্তুর অ্যাকশন মুডে পাওয়া যাবে এই ছবিতে তা পরিষ্কার।
দিওয়ালিতে বড় পর্দায় আতসবাজি হবে তা বলে দিয়ছে ছবির ট্রেলার। যশরাজ স্পাই ইউনিভার্সের সবচেয়ে পুরোনো খিলাড়ি তিনি, তবে এবার মহা সংকটে টাইগার। একে তার উপর দেশদ্রোহের অভিযোগ, উপরোন্তু পরিবার আর দেশ, দুইয়ের মধ্যে একটা বেছে নেওয়ার কঠিন শর্ত। কীভাবে দু-কূল রক্ষা করবেন তিনি? সেই নিয়েই এগোবে মণীশ শর্মার টাইগার ৩।
সুলতানের পর সেই অর্থে ‘অল টাইম ব্লকবাস্টার’ ছবি দর্শকদের উপহর দেননি ভাইজান। তাঁর শেষ ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ তো ১০০ কোটিতেই আটকে গিয়েছে। এবার ভাইজানের তুরুপের তাস ‘টাইগার ৩’।
ভারতীয় গুপ্তচর অবিনাশ রাঠোর ওরফে টাইগারের ভূমিকায় এর আগে দু-বার পর্দা কাঁপিয়েছেন সলমন, হ্যাট্রিকের প্রস্তুতি সেরে ফেলেছেন সলমন। এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ‘পাঠান’ শাহরুখের উপস্থিতি।
‘পাঠান’ ছবিতে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা মিলেছিল টাইগারের, পাঠানকে মৃত্যুমুখ থেকে রক্ষা করতে ছুটে এসেছিল টাইগার। এবার পাঠানের পালা বন্ধুকে সাহায্য করবার। ছবির ট্রেলারে পাঠানের ঝলক দেখা যায়নি ঠিকই,তবে ফোন টাইগারকে বলতে শোনা গিয়েছে, ‘একটা মিশনের জন্য আমার তোকে দরকার, বিষয়টা ব্যক্তিগত’। ফ্যানেদের দাবি ফোন করে পাঠানের কাছে সাহায্য চেয়েছে টাইগার। সত্যি কি তাই? প্রশ্নের উত্তর মিলতে অপেক্ষা ১২ই নভেম্বরের।