হ্যালোড টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড ২০২৩। সেই পুরস্কারেই সম্মানিত অভিনেতা আয়ুষ্মান খুরানা। অনুষ্ঠানের আয়োজন করা হয় সিঙ্গাপুরে। সেই পুরস্কার গ্রহণের সময় ভগবদ্গীতা থেকে শ্লোক পাঠ করলেন আয়ুষ্মান খুরানা।
আয়ুষ্মান বলেন, ‘আমি শুরু করার আগে,আমাদের ভারতীয়/হিন্দু ধর্মগ্রন্থ এবং পথপ্রদর্শক ভগবদ্গীতা থেকে এই শ্লোক পাঠ করতে চাই - কর্ম ণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। মা কর্মফলহেতুভূমা তে সঙ্গোহস্ত্বকর্মণি, এই শ্লোকটি নিঃস্বার্থ কর্মের সারমর্মকে তুলে ধরে। এটি ফলাফল ভিত্তিক হওয়ার চেয়ে প্রক্রিয়া ভিত্তিক হওয়ার উপর জোর দেয়। এটি আপনাকে আপনার শ্রমের ফল থেকে বিচ্ছিন্ন হতে শেখায়।'
এদিন আয়ুষ্মান গর্বের সাথে বিশ্বব্যাপী এই সম্মানজনক অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন। এদিন তিনি আরও বলেন, ‘মর্যাদাপূর্ণ টাইম ম্যাগাজিন দ্বারা একজন শিল্পী হিসেবে স্বীকৃতি পাওয়া আমার কাছে একটি গর্বের মুহূর্ত! আমি এখানে সূর্যের নীচে ভারতের উপস্থাপন করতে এসেছি। আমি গর্বিত যে ভারত সিনেমার মাধ্যমে প্রগতিশীল গল্প বলার একটি ভিত্তি হয়ে উঠছে।’
আরও পড়ুন-'সময় লেগছিল মাত্র ১-২ ঘণ্টা, আর তাতেই আমি জওয়ান-এর জন্য হ্যাঁ বলি': প্রিয়ামণি
আরও পড়ুন- 'জওয়ান'-এ নয়নতারার গুরুত্ব কম, স্ক্রিনটাইমও কম! অভিযোগে মুখ খুললেন শাহরুখ
আয়ুষ্মানের কথায়, আমি একজন স্ট্রিট থিয়েটার অভিনেতা হিসাবে খুব সক্রিয় ছিলাম। এবার প্রশ্ন স্ট্রিট থিয়েটার আসলে কি? এটি থিয়েটারের খুবই অনন্য একটা ধারা, যেখানে দলে দলে অভিনেতারা লোকালয়ে, জনসমক্ষে অভিনয়কে তুলে ধরা। এর মাধ্যমে আমাদের দেশের সামাজিক কাঠামো, সামাজিক পরিবর্তনের ডাক দেয়।'
অভিনেতা এনিয়ে দ্বিতীয়বার টাইম ম্যাগাজিনের তরফে সম্মানিত হচ্ছেন। আয়ুষ্মান এর আগে টাইমের তরফে ২০২০ সালে বিশ্বের ১০০জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে নির্বাচিত হয়েছিলেন! তিনি সেবারও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তিত্বের তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসাবে জায়গা করে নিয়েছিলেন।
এদিকে কাজের ক্ষেত্রে সম্প্রতি মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানার ছবি 'ড্রিম গার্ল-২'। যেটি কিনা বক্স অফিসে ১০০ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে। এনিয়ে এটি আয়ুষ্মানের পঞ্চম ছবি যেটি ১০০ কোটির ব্যবসা করল।