'জওয়ান'-ব্লকবাস্টার। আপাতত সেই সাফল্যেই মজে রয়েছেন কিং খান শাহরুখ, পরিচালক অ্যাটলি। ছবির সাফল্যে খুশি, 'জওয়ান'-এর সমস্ত অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুশলী। এরই মাঝে 'জওয়ান'-নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন ছবির নায়িকা নয়নতারা। তাঁর অভিযোগ, ছবিতে তাঁর চরিত্রকে কম গুরুত্ব দেওয়া, স্ক্রিন টাইম কম হওয়া নিয়ে। অভিযোগ, ছবির ফাইনাল এডিটে নয়নতারার বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ছেঁটে ফেলা হয়েছে। দীপিকা পাড়ুকোনের চরিত্রের স্ক্রিনটাইম বাড়ানো হয়েছে, অন্যদিকে নয়নতারাকে সাইডলাইন করা হয়েছে।
এদিকে নয়নতারার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন শাহরুখ। AskSRK সেশনে নিয়মিত কথা বলেন কিং খান। সেখানেই উঠে আসে নয়নতারার স্ক্রিনটাইমের প্রসঙ্গ। এক অনুরাগী 'জওয়ান'-এর সুজি-আজাদের একটি দৃশ্যে পোস্ট করে লেখেন, ‘সুজির সঙ্গে আজাদের বন্ধুত্ব আমার ভালো লেগেছে। ছবিতে সিঙ্গল মাদারের গল্পটি খুব সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে, সুন্দর সতেজ একটা গল্প। সমাজের সর্বস্তরের নারীদের প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে ধন্যবাদ। লাভ ইউ শাহরুখ।’
অনুরাগীর এই লেখা নজর এড়ায়নি কিং খানের। তিনি পাল্টা প্রতিক্রিয়ায় নয়নতারার নাম না করে তাঁর অভিযোগের প্রসঙ্গ টেনে শাহরুখ লেখেন, ‘আমারও মনে হয়েছে সিঙ্গল মাদার হিসাবে নর্মদার গল্পটি দুর্দান্ত ছিল। দুর্ভাগ্যবশত ছবির গল্পে এটির স্ক্রিন টাইম বেশি ছিল না, তবে তার পরেও এটি দুর্দান্ত ছিল।’
আরও পড়ুন-'সময় লেগছিল মাত্র ১-২ ঘণ্টা, আর তাতেই আমি জওয়ান-এর জন্য হ্যাঁ বলি': প্রিয়ামণি
আরও পড়ুন-জওয়ান ঝড়ের গতি কমেছে! বিশ্বব্যাপী শাহরুখের ছবির কালেকশন দাঁড়াল মাত্র…১০০০কোটি হবে?
আরও পড়ুন-‘কৃতিত্ব শুধু আমার নয়, মেকআপ শিল্পী সহ টিমের সকলের’, ‘বাঘাযতীন’ লুক নিয়ে বললেন দেব
আরও এক অনুরাগী মজা করে লেখেন, ‘আরে বিক্রম রাঠোর (শাহরুখের চরিত্র), ঐশ্বরিয়া তোমাকে স্বর্গ থেকে অন্য মেয়েদের সঙ্গে মজা করতে দেখছেন এবং আজাদ (শাহরুখের আরেকটি অবতার), কী উত্তর দেবে ঐশ্বর্যকে? । এই কথার সঙ্গে ছবির দৃশ্য থেকে ‘বিক্রম রাঠোর’ শাহরুখের ‘রামাইয়া ভস্তাভাইয়া’ গানে নাচ এবং স্বর্গ থেকে ঐশ্বর্য রূপে দীপিকার কান্নার মুখ এডিট করে পোস্ট করেছেন ওই অনুরাগী।
এই কথায় শাহরুখ বলেন, ’উনি জানেন আমি মনের দিক থেকে ভীষণ রোমান্টিক এবং নারীদের অনেক বেশি সম্মান করি। উনি নিশ্চয়ই খুশি আমি মজা করছি!! তুমিও এখন একটু মজা কর।'প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’। ইতিমধ্যেই বিশ্বব্যাপী এটি প্রায় ৯৩৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এখন লক্ষ্য ১০০০ কোটি।