অভিনয় থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ তিনি। মাঝে মধ্যে বিতর্কিত পোস্ট করে চরম কটাক্ষের মুখেও পড়েন। এবারও ঘটল সেই একই কাণ্ড। কথা বলছি মা ধারাবাহিক খ্যাত অভিনেত্রীর।
সোশ্যাল মিডিয়ায় জমিয়ে ট্রোল্ড হলেন তিথি
এদিন তিথি সোশ্যাল মিডিয়ায় একটি ট্রানসিজন ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে ঘরোয়া লুক থেকে দারুণ ভাবে সেজে থাকা লুকে বদলে যেতে দেখা যায়। এই ছবিটি পোস্ট করে তিনি ভিডিয়োর নেপথ্যে বাজতে থাকা গানে লাইন তুলে ক্যাপশনে লেখেন, 'হোয়াট ডু ইয়্যু থিঙ্ক?' (অর্থাৎ, তুমি কী মনে করো?) এই ভিডিয়ো পোস্ট করার পরই চরম কটাক্ষের মুখে পড়েন তিথি।
আরও পড়ুন: আয়ুষ্মানের কণ্ঠে পাকিস্তানের স্তুতি! পুরনো ভিডিয়ো ভাইরাল হতেই রোষের মুখে 'ভিকি ডোনর'
কে কী বলছেন?
অনেকেই তিথির পোস্টে নানা মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'পুরোই ভূতনি লাগছে তোমায়। অসহ্য একেবারে।' কেউ আবার লেখেন, 'তুমি কারও ক্রাশ না মামনি, একেবারেই ক্র্যাশ।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আগে মা হা করে বসে থাকত তোমার সিরিয়াল দেখার জন্য। তোমায় পছন্দ করত। এখন তোমার ভিডিয়ো দেখালেই মারতে আসে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'ঠোঁটে কি পিঁপড়ে কামড়েছে? তাহলে এভাবে ফুলে গেল কেন?'
প্রসঙ্গত তিথি বসুকে একটি মাত্র ধারাবাহিকে দেখা গিয়েছে। তিনি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মা -তে অভিনয় করতেন। সেখানে তিনি ঝিলিক ওরফে পরীর ছোটবেলার চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি পেয়েছিলেন। তবে পরবর্তীতে তাঁকে আর কোনও ধারাবাহিকে দেখা যায়নি। নিজের পড়াশোনা কেরিয়ার নিয়ে ব্যস্ত থেকেছেন। এখনও তিনি অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার দরুন মাঝে মধ্যে লাইমলাইটে উঠে আসেন। কখনও সখনও ট্রোলের শিকারও হন।