বাংলা নিউজ > বায়োস্কোপ > Mimi Chakraborty: ‘সমাজটা ভয়ঙ্কর নারী বিদ্বেষী’, বিস্ফোরক মিমি! যশের ইয়ারিয়াঁ ২ থেকে কেন সরলেন?

Mimi Chakraborty: ‘সমাজটা ভয়ঙ্কর নারী বিদ্বেষী’, বিস্ফোরক মিমি! যশের ইয়ারিয়াঁ ২ থেকে কেন সরলেন?

মিমি চক্রবর্তী  (PTI)

Mimi Chakraborty: ‘যাদের সঙ্গে পার্টি করছি তাদের সঙ্গে কোনও হৃদয়ের যোগ নেই।… আমার দমবন্ধ লাগে’, নিজেকে গুটিয়ে নিচ্ছেন মিমি? 

প্রথমবার পর্দায় পুলিশের চরিত্রে মিমি চক্রবর্তী। সৌজন্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের জুটির পুজো রিলিজ ‘রক্তবীজ’। এই ছবির সঙ্গে শিবু-নন্দিতা জুটির সঙ্গে হ্যাটট্রিক সেরে ফেললেন মিমি। শুরু হয়েছিল ‘পোস্ত’ দিয়ে, তারপর সেই ছবিরই হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ আর এবার ‘রক্তবীজ’। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে মিমিকে দেখা যাব বর্ধমানের এসপি সংযুক্তা মিত্রর ভূমিকায়।

মিমির কথায়, এমন চরিত্রে তাঁকে আগে দেখা যায়নি। এইসময়কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী-সাংসদ জানান, এখন ঠিক সেই ধরণের চরিত্রই তিনি নির্বাচন করেন যা আগে কখনও করা হয়নি। পর্দায় নিজেকে ভাঙতে চান মিমি। অভিনেত্রী বলেন, ‘এই চরিত্রটার জন্য আমার এমনিতে যেমন হাবভাব সেটাই যথেষ্ট বলেছিলেন শিবুদা (শিবপ্রসাদ মুখোপাধ্যায়)’।

পুজো রিলিজ নিয়ে প্রচারের ব্যস্ততা তুঙ্গে, তার সঙ্গে সাংসদ এলাকার গুরুদায়িত্ব কাঁধে। বাংলা টেলিভিশনের পুপে গত এক দশকে টলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। জলপাইগুড়ি থেকে টলিউড হয়ে দিল্লির সংসদ ভবন, মিমির জীবন ছবির চিত্রনাট্যকে হার মানাবে। তবে সহজ ছিল না এই সফর। মিমির কথায়, ‘আমাদের সমাজটা বড্ড মিসোজিনিস্ট, পুরুষতান্ত্রিক। আমার মতো একজন মেয়ে যে কোনও পুরুষের উপর নির্ভরশীল না হয়ে নিজের চেষ্টায় পথ চলছে, তার সামনে প্রতি মুহূর্তে বাধা আসে।’ সাংসদ বলেই তাঁর জীবনে কোনও সমস্যা নেই এমনটা নয়। মিমির ধারণা, ‘সমাজটা ভয়ঙ্কর মিসোজিনিস্ট’।

আজকাল টলিউডের পার্টিতে আর দেখা যায় না মিমিকে। বরং নিজের বাড়িতেই বন্ধুদের সঙ্গে আড্ডা জমান। কেন এই সিদ্ধান্ত? ইন্ডাস্ট্রিতে প্রায় এক দশক থাকার পর মিমির উপলব্ধি, ‘অনুভব করেছি যাদের সঙ্গে পার্টি করছি তাদের সঙ্গে কোনও হৃদয়ের যোগ নেই। তার চেয়ে কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো ভালো। অনেক পার্টিতে আমার দমবন্ধ লাগে’।

সাম্প্রতিক সময়ে ‘বিগ বস সিজন ১৬’, ‘খতরোকে খিলাড়ি’র অফার ফিরিয়েেন মিমি। যশ দাশগুপ্তর ডেবিউ হিন্দি ছবি ইয়ারিয়াঁ ২-র অডিশন দিয়েও সরে দাঁড়ান মিমি। সেই নিয়ে বিস্তর আলোচনা। প্রথমবার এই প্রসঙ্গে মুখ খুললেন মিমি। সাক্ষাৎকারে মিমি জানান, হিন্দিতে কাজের অফার পেলেই তা গ্রহণ করতে হবে এমনটা ভাবা ভুল। চাচাঁছোলা ভাষায় মিমি বলেন, ‘হিন্দিতে এমন কোনও কাজ করতে চাই না, যেখানে আমার চরিত্রটা মুখ্য নয়। আমি মনে করি, হিন্দিতে পার্শ্ব চরিত্র করলে, বাংলায় যাঁরা আমাকে মুখ্য চরিত্র দিচ্ছন, তাঁদের অসম্মান করা হয়’। প্রসঙ্গত,পুজোতেই রক্তবীজ মুক্তির একদিন পর (২০শে অক্টোবর) রিলিজ করছে ‘ইয়ারিয়াঁ ২’।

সাংসদ হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই খুব বেছে বেছে কাজ করেন মিমি। গত পাঁচ বছরে তাঁর রিলিজের সংখ্যা হাতে গোনা। তবে মিমির পুজো রিলিজ মানেই বাড়তি আকর্ষণ। ‘রক্তবীজ’-এর অংশ হওয়ায় সৃজিতের ‘দশম অবতার’-এর অফার ফিরিয়েছিলেন মিমি। এবার সেই ছবিরই মুখোমুখি হবেন বক্স অফিসে। সঙ্গী আবির চট্টোপাধ্যায়।

বন্ধ করুন