বহু বছর ধরে তৃণমূলের হয়ে প্রথম সারিতে এসে কাজ করছেন দেবাংশু ভট্টাচার্য। ২০২১ সালে ভোটের টিকিট না পাওয়ার কারণে, অনেকেই সমালোচনা করেছিলেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেকের। তবে শুরুটাই হল অভিষেকের লোকসভা ভোটে দাঁড়িয়ে। তমলুক থেকে প্রার্থী হয়েছেন তিনি। বিজেপির হেভি ওয়েট প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতিপক্ষ দেবাংশু। ফলত লড়াইটা বেশ শক্ত। জান লড়িয়ে দিয়ে চালাচ্ছেন প্রচার। এদিকে খবর, ভোট প্রচারের পাশাপাশি তিনি নাকি জমিয়ে প্রেমটাও চালাচ্ছেন। কে তাহলে দেবাংশুর প্রেমিকা?
প্রেমটা কার সঙ্গে? জানতে চাওয়া হলে দেবংশু প্রতিদিনকে বললেন তিনি ‘সিঙ্গেল’। তাঁকে নিয়ে গুঞ্জন, জল্পনা-কল্পনা থাকলেও, এখনও জীবনে নেই মনের মানুষ। অনেকে বলে, দেবাংশুর প্রেমিকা নাকি রাজনীতিরই লোক! কতটা সত্যিই এর পিছনে? জবাব আসে, ‘প্রেমিকাই নেই। তায় আবার রাজনীতির লোক’।
আরও পড়ুন: মাদক মামলা থেকে আরিয়ানকে ক্লিনচিট দেওয়া সঞ্জয় সিং নিলেন স্বেচ্ছাবসর
বিয়ে করার পরিকল্পনা নিয়েও কথা বললেন। সাফ জানালেন, নিকট ভবিষ্যতে বিয়ের কথা ভাবছেন না একেবারেই। জানালেন, ‘বিয়ে কবে করব তা আমি এখনও ঠিক করিনি। আমার তো বিয়ের বয়সই হয়নি।’
রাজনীতির বাইরে কীভাবে সময় কাটে দেবাংশুর? তৃণমূল প্রার্থী জানালেন, ‘রাজনীতির বাইরে আমি ভালোবাসি পরিবারের সঙ্গে সময় কাটাতে। এছাড়া লিখতে ভালোবাসি। আগে বেশি লিখতাম। এখন সময়ের অভাবে হয়তো একটু কম লিখি। কিন্তু লেখালিখি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: সাগর পাড়ে নুসরত, পাশে চুপটি করে ঈশান! ছেলের পুরো ছবি প্রথমবার দিলেন হট মাম্মা
প্রসঙ্গত, দেবাংশুর লেখা ‘খেলা হবে’ই কিন্তু ২০২১ সালের বিধানসভা ভোটের স্লোগান হয়ে দাঁড়িয়েছিল। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও সেই স্লোগান শোনা গিয়েছিল। এবারের লোকসভা ভোটের স্লোগান এনেছেন তিনি ‘দড়ি ধরে মারো টান’।
দেবাংশু আরও জানালেন, ২০২১ সালে তিনি টিকিট না পাওয়াতে একটু মন খারাপ ছিল তাঁর মায়ের। তবে ২০২৪ সালের লোকসভা ভোট তাঁর সেই দুঃখ ভুলিয়েছে। শুধু একটু ভয় পান, ছেলে সারাদিন বাইরে থাকে তাই।
আরও পড়ুন: পরকীয়া ছিল উত্তমের নাতনির, পালায় বাড়ি থেকে: ২য় বউ নবমিতাকে নিয়ে দাবি ভাস্বরের
গতবার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিব্যেন্দু প্রায় দু লাখের কাছাকাছি ভোটে জিতে আসেন। এখন দেখার ২০২৪-এর ফলাফলে শেষ হাসি কে হাসে, অভিজিৎ না দেবাংশু?