ছোট পর্দার খুব জনপ্রিয় মুখ জেসমিন রায়। সোশ্যাল মিডিয়াতেও ভক্ত সংখ্যাও প্রচুর। তাই তো জেসমিনকে হঠাৎই বউয়ের সাজে দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ। সবাই জানতে চাইছেন, কাকে বিয়ে করলেন সুন্দরী?
দিন দুই আগে হলুদ টি শার্ট পরে একখানা ছবি শেয়ার করে নিয়েছিলেন। মাথায় ছিল টোপর। ক্যাপশনে লিখেছিলেন, ‘ব্রাইড টু বি’। এরপর ছবি এল লাল বেনারসিতে। সঙ্গে ক্রিম রঙের ব্লাউজ। মাথায় ওড়না, টোপর। সেজেছেন সোনার গয়নায়। কপালে কাটা রয়েছে কল্কেও। সিঁদুর দানের পরের ছবিও ভাগ করে নিয়েছেন তিনি সকলের সঙ্গে।
ভাবছেন কাকে বিয়ে করলেন জেসমিন? আসলে বিয়েটা বাস্তবে হয়নি, হয়েছে সিনেমার সেটে। সান বাংলার সিরিয়াল দ্বিতীয় বসন্ত-র জন্যই করেছেন বিয়েটা। তবে জেসমিনকে নববধূর সাজে দেখে খুশি তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন: ‘আমি যদি চাই জওয়ানের রেকর্ড ভাঙতে, তাহলে একদিনও সময় লাগবে না’
অভিনেতা গৌরব মণ্ডলের সঙ্গে একসময় সম্পর্কে ছিলেন জেসমিন। দুজনে একসঙ্গে লিভ ইনও করতেন। তবে সুখের সংসারে বাধ আসে ২০২২ সালে। গৌরব ও জেসমিন ইতি টানেন তাঁদের সম্পর্কে।
গৌরব এখন সম্পর্কে আছেন এক বিদেশিনীর সঙ্গে। প্রায়ই প্রেমিকার সঙ্গে ছবি শেয়ার করে থাকেন সোশ্যালে। দুজনেই রাধাকৃষ্ণের ভক্ত। হয়ে গিয়েছে বাগদানও। চলতি বছরে জুন মাসে প্রকাশ্যে জানিয়েছিলেন বিয়ে করার কথা যে ভাবছেন। সেই শুভ দিনটা কবে, তা অবশ্য জানাননি এখনও।
আরও পড়ুন: ‘উনি যা ধরেন, সেটাই সোনা’! বিশ্বকাপ হারায় দায়ী ‘অপয়া’ মোদী, চটলেন কঙ্গনা
অন্য দিকে, শোনা গিয়েছিল জেসমিন নাকি গৌরব মণ্ডলের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই 'আমার সোনা চাঁদের কণা'-র অভিনেতা রবি শ-র প্রেমে জড়িয়ে পড়েছিলেন। যদিও তা কতটা সত্যি তা নিয়ে ধ্বন্ধ আছে।
‘দ্বিতীয় বসন্ত’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন 'পঞ্চমী'-র নায়ক রাজদীপ গুপ্ত ও 'গঙ্গারাম' খ্যাত সোহিনী গুহ রায়। রাজদীপ, সোহিনী ছাড়াও ধারাবাহিকে রয়েছেন দ্বৈপায়ন, জেসমিন রায়, গৌতম হালদার, অনুশ্রী দাস, বিপ্লব দাশগুপ্ত, মিলন রায়চৌধুরী, চুমকি চৌধুরীর মতো তারকারা।
ভালোবাসাকে হারিয়েছে এমন দুই পরিণত ব্যক্তির জীবন নিয়েই তৈরই হচ্ছে 'দ্বিতীয় বসন্ত'-র গল্প। রাজদীপরের বউ মারা যায় একটি দুর্ঘটনায়। অন্য দিকে, সৌহিনীর বর তাঁর সঙ্গে করে বিশ্বাসঘাতকতা। দুজনেরই সন্তান আছে। কীভাবে মিলবে তাঁরা একে-অপরের সঙ্গে? কীভাবে একে-অপরের মাঝে খুঁজে নেবে হারিয়ে যাওয়া ভালোবাসা তা নিয়েই এগোবে গল্প।