সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে এসে যৌন হয়রানির শিকার ৬ যুবতী! এমনই চাঞ্চল্যকর অভিযোগ ইন্দোনেশিয়ার মিস ইউনিভার্স প্রতিযোগিদের। আয়োজকেদর হাতে যৌন হেনস্থার শিকার হয়েছেন তাঁরা, ‘টপলেস’ হতে বাধ্য করা হয়েছে তাঁদের-- জানান ৬ প্রতিযোগির আইনজীবী। এখানেই শেষ নয়, অর্ধনগ্ন অবস্থায় তাঁর শরীরে হাত দেওয়া থেকে তাঁদের ক্যামেরাবন্দি করা হয়েছে বলেও অভিযোগ।
পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গত ২৯শে জুলাই থেকে ৩রা অগস্ট পর্যন্ত সে দেশের মিস ইউনিভার্স প্রতিযোগিকে বাছাইয়ের পর্ব চলেছে। জানা গিয়েছে, পাঁচজন প্রতিযোগিকে ঘরভর্তি লোকের সামনে জামাকাপড় খোলবার নির্দেশ দেওয়া হয়। শুধুমাত্র অন্তর্বাসে দাঁড় করিয়ে চলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা।
তাঁদের আইনজীবী মেলিসা অ্যাংগেরাইনি জানান এরপর তাঁদেরকে ওই অবস্থায় ক্যামেরাবন্দি করা হয়। এমন কোনও নিয়ম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নেই, দাবি আইনজীবীর। মিস ইউনিভার্সের আয়োজকদের তরফে মঙ্গলবার জানানো হয়, ইতিমধ্যেই এমন অভিযোগের কথা কানে এসেছে। বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে তাঁরা। আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘মিস ইউনিভার্স (আয়োজক)-এর তরফে যৌন হয়রানির অভিযোগ বা পক্ষপাতিত্বের অভিযোগকে খুব কড়াভাবে নেওয়া হয়। মিস ইউনিভার্সের মঞ্চ যাতে মেয়েদের জন্য সুরক্ষিত হয়, সেটা সুনিশ্চিত করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ও লক্ষ্য’।
ইন্দোনেশিয়ার মিস ইউনিভার্সের এক প্রতিযোগীর অভিযোগ আয়োজকরা তাঁকে অশালীনভাবে ক্যামেরার জন্য পোজ দিতে বাধ্য করে। দু-পা ফাঁক করে তাঁকে পোজ দিতে বলা হয়, এমনই বিস্ফোরক দাবি তাঁর। তিনি বলে, ‘আমার খুব অস্বস্তিবোধ হচ্ছিল, মনে হচ্ছিল আমার শরীরে কেউ উঁকি দিচ্ছে’। এই বিষয় নিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের তরফে আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনওরকম জবাব মেলেনি। পুলিশের তরফে জানানো হয়েছে সোমবার আনুষ্ঠানিকভাবে পুলিশে অভিযোগ জানিয়েছেন ওই ছয় প্রতিযোগী।
মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়ার একাধিক ধর্মীয় সংগঠন আগেই এই ধরণের বিউটি পেজেন্ট বা সৌন্দর্য প্রতিযোগিতার বিরুদ্ধে সুর চড়িয়েছে। এই ঘটনার পর সেই বিরোধ আরও তীব্র হবে বলেই মত ওয়াকিবহাল মহলের। চলতি বছর জাকার্তার মেয়ে ফ্যাবিন্নে নিকোল গ্রোএনইভেন্ড (Fabiënne Nicole Groeneveld)-এর মাথায় উঠেছে মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া ২০২৩-এর মুকুট। মধ্য আমেরিকার দেশ এল স্যালভাডোর-এ ১৮ই নভেম্বর অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স প্রতিযোগিতা। প্রতিযোগিতার ৭২তম এডিশনে ভারতের প্রতিনিধিত্ব করবেন দিভিতা রাই।