মাত্র কয়েক মাস আগেই শুরু হয়েছে লাভ বিয়ে আজকাল ধারাবাহিকটি। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর ছোট পর্দায় কামব্যাক করেন ওম সাহানি। তাঁর বিপরীতে ছিলেন নবাগতা মৌমিতা সরকার। তবে অনেকেরই মতে তিনি নাকি অভিনয়ই করতে পারেন না। এদিকে তাঁর পরিবারের তরফে জানানো হয় অভিনেত্রী গুরুতর অসুস্থ। সেটে নাকি বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। চিকিৎসক তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তারপর থেকেই বিগত কয়েক ধরে শোনা যাচ্ছিল মৌমিতাকে নাকি এই ধারাবাহিকের শ্রাবণ চরিত্র থেকে সরিয়ে দেওয়া হবে। তাঁর জায়গায় আসবেন অভিনেত্রী তৃণা সাহা। এতদিন ধরে যে জল্পনা চলছিল সেটা সত্যিই হল।
লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে তৃণার এন্ট্রি
বিগত কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল সেটাই সত্যি হল। মৌমিতাকে সরিয়ে এই ধারাবাহিকে মুখ্য মহিলা চরিত্রে এন্ট্রি নিলেন তৃণা। আজই প্রথমবার তাঁকে দেখা গেল এই চরিত্রে।
আরও পড়ুন: 'এই আমার অত বয়স মোটেই নয়...' দাদাগিরিতে আলোর কোলের আয়েশাকে ধমক সৌরভের, কী হল?
বালিঝড় ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল তৃণা সাহাকে। সেখানে তিনি কৌশিক রায়ের বিপরীতে অভিনয় করেছিলেন। সেখানে ত্রিকোণ প্রেমের গল্প দেখানো হয়েছিল। ছিলেন ইন্দ্রশিস রায়ও। কিন্তু বেশিদিন চলেনি এই ধারাবাহিক। এবার আবার নতুন ধারাবাহিকে নতুন রূপে এন্ট্রি নিলেন তৃণা।
কে কী বলছেন?
এই প্রোমো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই হইচই পড়ে গিয়েছে। অনেকেই জানিয়েছেন যে তাঁরা এই নতুন শ্রাবণকে মানবেন না। এই চরিত্রে তৃণাকে চান না তাঁরা। এক ব্যক্তি লেখেন, 'ধুর ভালোই লাগল না আজকের পর্ব। পুরনো শ্রাবণকে চাই। নইলে জমছে না।' আরেকজন লেখেন, 'এটা একটা কোনও কথা হল? মেয়েটা ভালো কাজ করছিল অমনই ওকে সরিয়ে দিল। খুব বাজে।' 'পুরনো শ্রাবণকে হয় ফিরিয়ে আনুন নইলে দেখব না ' মন্তব্য আরেকজনের।